আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাধবপুরে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
মাধবপুরে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ গ্রেপ্তার ৩
আটক গাঁজা

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের পশ্চিম মাধবপুর পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের কাছে ভাঙ্গারি দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ আপন দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে থানার ওসি মোহাম্মদ সহিদ-উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়াল ভাঙ্গা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে বোরহানউদ্দিন (২৭) ও তার ভাই বাহাউদ্দিন (২৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. মোস্তফাকে (৩০) আটক করে।

এ সময় গাঁজা পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন