আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেট সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

সিলেট ব্যুরো
সিলেট সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটে সেক্টরের ব্যাটালিয়ন-৪৮ এ যাবৎকালের সবচেয়ে বড় ১২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে।

বুধবার গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন-৪৮।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, ঈদকে সামনে রেখে ঊর্ধ্বতন সদর সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাইপণ্য জব্দ করা হয়।

অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড়, বিভিন্ন প্রকার কসমেটিক্স, ট্যাং, বাসমতি চাল, জিরা, চিনি, কমলা, পোস্ত দানা, কাজুবাদাম এবং কিসমিস আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, জব্দকৃত চোরাইপণ্যগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন