আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুলিশের অভিযানে ১১ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
পুলিশের অভিযানে ১১ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ১১ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন চোরাকারবারীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তারা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাকুরিয়া গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আব্দুল হাই (৪০), একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে জামাল মিয়া (৩৯)।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, উপজেলার মৌলভীবাজার রোডে পপুলার মেডিকেল সেন্টারের সামনে অভিযান পরিচালনা করা হয়। বিদেশি সিগারেট নিয়ে শ্রীমঙ্গলে প্রবেশ করে একটি কালো রঙের পিকআপ ভ্যান। চেকপোস্টে থামানোর সংকেত দিলে পালানোর চেষ্টা করে দুইজন। ধাওয়া করে তাদের আটক করা হয়। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন