মৌলভীবাজারে এখনও সব বই পায়নি চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৩২
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৪৩

মৌলভীবাজার জেলায় ধাপে ধাপে শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সববই পেলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এখনও সব বই পায়নি। এ তালিকায় রয়েছে ১টি শিশু কল্যাণ ও ১টি পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১০৫০টি প্রাথমিক বিদ্যালয়।

বিজ্ঞাপন

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদর, কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর, বড়লেখা, শ্রীমঙ্গল ও জুড়ী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির সব বই শিক্ষার্থীরা পেয়েছে। চতুর্থ শ্রেণির বই বাকি রয়েছে ধর্ম ও নৈতিক শিক্ষা আর প্রাথমিক গণিত এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা।

এ পরিসংখ্যনে দেখা যায়, মৌলভীবাজার সদর উপজেলায় ৪র্থ শ্রেণির বরাদ্দ ৪৬৮০০ সেট আর প্রাপ্তি ৩১২০০, পঞ্চম শ্রেণির বরাদ্ধ ৪৮০০০ প্রাপ্তি ১৬০০০, কমলগঞ্জে চতুর্থ শ্রেণির বরাদ্দ ৩৬৪৯৪, প্রাপ্তি ২০০০০, পঞ্চম শ্রেণির বরাদ্দ ৩৪৬১৪ প্রাপ্তি ১০৬০০, কুলাউড়ায় চতুর্থ শ্রেণির বরাদ্দ ৬৬৯০০, প্রাপ্তি ৪৪৬০০, পঞ্চম শ্রেণির বরাদ্দ ৬৭৮০০ প্রাপ্তি ২১৭০০, রাজনগরে চতুর্থ শ্রেণিতে বরাদ্দ ৩৩০০০ প্রাপ্তি ২২০০০, পঞ্চম শ্রেণির বরাদ্দ ৩১৮০০ প্রাপ্তি ১০৬০০, বড়লেখায় চতুর্থ শ্রেণিতে বরাদ্দ ৪৩২০০ প্রাপ্তি ২১৬০০, পঞ্চম শ্রেণিতে বরাদ্দ ৩৬৬০০ প্রাপ্তি ১৮৩০০, শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণিতে বরাদ্দ ৪৬৫০০ প্রাপ্তি ৩১০০০, পঞ্চম শ্রেণিতে বরাদ্দ ৪৪৫২০ প্রাপ্তি ১৪৮৪০, জুড়ীতে চতুর্থ শ্রেণিতে বরাদ্দ ২৬৪০০ প্রাপ্তি ১৩২০০, পঞ্চম শ্রেণিতে বরাদ্দ ২৫০২০ প্রাপ্তি ১২৫১০। সব মিলিয়ে সারা জেলায় চতুর্থ শ্রেণিতে মোট বরাদ্ধ ২৯৯৯২৯৪ আর প্রাপ্তি ১৮৩৬০০,পঞ্চম শ্রেণিতে বরাদ্দ ২৮৮৩৫৪ প্রাপ্তি ১০৪৫৫০ সেট।

জানতে চাইলে শ্রীমঙ্গলের আঐ আ. ছত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গণেশ লাল কৈরী বলেন, আমরা এ পর্যন্ত শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির সব বই পেয়েছি। চতুর্থ শ্রেণির বই বাকি রয়েছে ধর্ম ও নৈতিক শিক্ষা আর প্রাথমিক গণিত এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা।

মৌলভীবাজার জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী জানান, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থী ফলে শিক্ষার্থীদের আংশিক বই নিয়ে খুশি থাকতে হচ্ছে। আশা করছি অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীরা বই হাতে পাবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত