
ওয়াসিম সিদ্দিকী

রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক পরিকল্পিত ও সমন্বিত নাশকতায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। মিরপুর, ধানমন্ডি, খিলগাঁও, মৌচাক, মেরুল বাড্ডা, শাহজাদপুর ও মোহাম্মদপুরে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন লাগানো হয়। পুলিশ এ সময় বিভিন্ন অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বেশকিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, হামলাগুলো ছিল পরিকল্পিত এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে বৃহত্তর নাশকতার অংশ।
জানা গেছে, গতকাল ভোর পৌনে ৪টা থেকে সকাল ৭টার মধ্যে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, খিলগাঁও ফ্লাইওভার, মৌচাক, মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি গণপরিবহনে আগুন দেওয়া হয়। সব ঘটনায়ই মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা দ্রুত হামলা চালিয়ে পালিয়ে যায়। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভোর ৫টা ৪০ মিনিট থেকে ৬টার মধ্যে মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেয় মুখোশধারী মোটরসাইকেল আরোহীরা। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হননি।
এর আগে ভোর পৌনে ৪টায় মিরপুর-২ নম্বরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুজন এ বিস্ফোরণ ঘটায়। একইভাবে সকাল ৭টার দিকে মোহাম্মদপুরের ‘প্রবর্তনা’ নামের একটি দোকানের সামনে দুটি ককটেল ফাটানো হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, হামলায় মোটরসাইকেলে হেলমেট পরিহিত ব্যক্তিরা জড়িত ছিল।
এছাড়া ধানমন্ডির রোড ২৭ ও রোড ৯/এ এলাকায় মোট চারটি বিস্ফোরণ ঘটে, আর সন্ধ্যায় মিরপুর-১০ গোলচত্বরে, খিলগাঁও ফ্লাইওভার এবং মালিবাগের মৌচাক মার্কেট এলাকায় পরপর ককটেল হামলা চালায় হেলমেট পরা দুর্বৃত্তরা। সব ক্ষেত্রেই দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামানের ধারণা, ঘটনাস্থলে থাকা পুলিশের টহল দলকে ভয় দেখাতেই এ হামলা চালানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান আমার দেশকে বলেন, এ ধারাবাহিক ও সমন্বিত হামলা রাজনৈতিক উত্তেজনা বা নাশকতার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। বিশেষ করে আগামী ১৩ নভেম্বরকে ঘিরে রাজধানীতে বড় ধরনের নাশকতার আশঙ্কা করা হচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে ডিএমপি বদ্ধপরিকর।
চার্চে হামলার ঘটনায় ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৮ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপি। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।
নিরাপত্তা জোরদার ও আতঙ্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন দুজন কর্মকর্তা জানান, হেলমেট পরিহিত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ, মোটরসাইকেল সংক্রান্ত আলামত ও অন্যান্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে দ্রুতগতিতে কাজ চলছে। এ ধারাবাহিক নাশকতার ঘটনায় রাজধানীজুড়ে নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ ও র্যাব মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে।
নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি গুরুত্বপূর্ণ রায়ের তারিখ ঘোষণার সম্ভাবনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে, তার ফলে এ ধরনের নাশকতার ঘটনা ঘটছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাকরাইল চার্চে জঘন্য ও কাপুরুষোচিত হামলার ঘটনায় র্যাব এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে ও রাজধানীর গির্জাসহ সব উপাসনালয়ে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক পরিকল্পিত ও সমন্বিত নাশকতায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। মিরপুর, ধানমন্ডি, খিলগাঁও, মৌচাক, মেরুল বাড্ডা, শাহজাদপুর ও মোহাম্মদপুরে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন লাগানো হয়। পুলিশ এ সময় বিভিন্ন অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বেশকিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, হামলাগুলো ছিল পরিকল্পিত এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে বৃহত্তর নাশকতার অংশ।
জানা গেছে, গতকাল ভোর পৌনে ৪টা থেকে সকাল ৭টার মধ্যে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, খিলগাঁও ফ্লাইওভার, মৌচাক, মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি গণপরিবহনে আগুন দেওয়া হয়। সব ঘটনায়ই মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা দ্রুত হামলা চালিয়ে পালিয়ে যায়। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভোর ৫টা ৪০ মিনিট থেকে ৬টার মধ্যে মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেয় মুখোশধারী মোটরসাইকেল আরোহীরা। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হননি।
এর আগে ভোর পৌনে ৪টায় মিরপুর-২ নম্বরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুজন এ বিস্ফোরণ ঘটায়। একইভাবে সকাল ৭টার দিকে মোহাম্মদপুরের ‘প্রবর্তনা’ নামের একটি দোকানের সামনে দুটি ককটেল ফাটানো হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, হামলায় মোটরসাইকেলে হেলমেট পরিহিত ব্যক্তিরা জড়িত ছিল।
এছাড়া ধানমন্ডির রোড ২৭ ও রোড ৯/এ এলাকায় মোট চারটি বিস্ফোরণ ঘটে, আর সন্ধ্যায় মিরপুর-১০ গোলচত্বরে, খিলগাঁও ফ্লাইওভার এবং মালিবাগের মৌচাক মার্কেট এলাকায় পরপর ককটেল হামলা চালায় হেলমেট পরা দুর্বৃত্তরা। সব ক্ষেত্রেই দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামানের ধারণা, ঘটনাস্থলে থাকা পুলিশের টহল দলকে ভয় দেখাতেই এ হামলা চালানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান আমার দেশকে বলেন, এ ধারাবাহিক ও সমন্বিত হামলা রাজনৈতিক উত্তেজনা বা নাশকতার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। বিশেষ করে আগামী ১৩ নভেম্বরকে ঘিরে রাজধানীতে বড় ধরনের নাশকতার আশঙ্কা করা হচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে ডিএমপি বদ্ধপরিকর।
চার্চে হামলার ঘটনায় ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৮ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপি। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।
নিরাপত্তা জোরদার ও আতঙ্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন দুজন কর্মকর্তা জানান, হেলমেট পরিহিত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ, মোটরসাইকেল সংক্রান্ত আলামত ও অন্যান্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে দ্রুতগতিতে কাজ চলছে। এ ধারাবাহিক নাশকতার ঘটনায় রাজধানীজুড়ে নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ ও র্যাব মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে।
নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি গুরুত্বপূর্ণ রায়ের তারিখ ঘোষণার সম্ভাবনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে, তার ফলে এ ধরনের নাশকতার ঘটনা ঘটছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাকরাইল চার্চে জঘন্য ও কাপুরুষোচিত হামলার ঘটনায় র্যাব এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে ও রাজধানীর গির্জাসহ সব উপাসনালয়ে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শামীম রেজা গত সরকারের আমলে দাদাগিরি করতেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বন্ধু পরিচয়ে। ‘মুজিব কোটের ফেরিওয়ালা’হিসেবে পরিচিত শামীম রাতেও ঘুমাতেন মুজিব কোট পরে। সুযোগ সন্ধানী, ধাপ্পাবাজ ও বহুরূপী এই আওয়ামী লীগ নেতার সদর্প পদচারণা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়
১ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যমুনা অয়েল যেন পরিণত হয়েছে আওয়ামীপন্থি শ্রমিক নেতা ও কর্মকর্তাদের এক ধরনের ‘পুনর্বাসন কেন্দ্রে’। সরকার পরিবর্তনের পরও ক্ষমতাসীন দলের প্রভাবশালী সিবিএ নেতাদের চাকরি, হাজিরা ও সুবিধায় কোনো ছেদ পড়েনি। কারাগারে থাকার পরও তাদের অফিসে উপস্থিত দেখানো হচ্ছে, আবার জেল থেকেই নিয়মিত
২ ঘণ্টা আগে
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী আমলে দলের জন্য নির্যাতিত হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী ও সমর্থক। গণতন্ত্রে উত্তরণের পথে আগামী নির্বাচন ঘিরে মনোনয়নকে দলের কাছে মূল্যায়িত হওয়ার অংশ হিসেবে দেখেছেন তারা। দীর্ঘদিনের নিপীড়িত-নির্যাতিত এসব নেতাকে ঘিরে স্বপ্ন বুনছেন তাদের কর্মী
৩ ঘণ্টা আগে
জুলাই সনদ বাস্তবায়ন বিশেষ করে গণভোট, উচ্চকক্ষে পিআর এবং নতুন সংসদের ২৭০ দিনের মধ্যে সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম মতবিরোধ তৈরি হয়েছে। বিএনপিসহ সমমনাদের দাবি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে হবে। তারা ঐকমত্য কমিশনের সুপারিশ করা জাতীয় সংসদে নির্বাচনে
৩ ঘণ্টা আগে