নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। সবশেষ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিজারিয়ার বাসভবনের কাছে রোববার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সময় হাইফা, তেল আবিবসহ আরও কয়েকটি শহরে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল।
ইসরাইলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হয়েছেন।
ইসরাইলের বন্দরনগরী হাইফাতে আবারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। হাইফা ছাড়াও তেল আবিবসহ আরও কয়েকটি শহরে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরাইল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটোর কারণে সেই পরিকল্পনাটি ভেস্তে গেছে।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ২৫০ বছর ধরে ‘স্বাধীনতা রক্ষা’ করা যুক্তরাষ্ট্রের সেনা ও নারীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এর আগে শনিবার রাতে ইরানি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল যে, তেহরানের নোবোনিয়াদ এলাকাতেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল।
ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসরাইল তার দেশের ওপর হামলা বন্ধ করলে তেহরানও পাল্টা জবাব দেওয়া থেকে বিরত থাকবে। রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শুক্রবার শুরু হওয়া ইসরাইলি বিমান হামলার পর এটি তার প্রথম প্রকাশ্য বক্তব্য।
ইসরাইলের গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উইজম্যান ইনস্টিটিউট অব সাইন্সে হামলা চালিয়েছে ইরান। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, হামলায় প্রতিষ্ঠানটির কয়েকটি স্থাপনা নষ্ট হয়েছে।
ইরান ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ায় নয়াদিল্লির চিন্তার ভাঁজ পড়েছে। এই ‘যুদ্ধে’র প্রভাব সরাসরি ভারতীয় অর্থনীতির উপর পড়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম এশিয়ার বাতাসে ফের বারুদের গন্ধ। ধীরে ধীরে তীব্র হচ্ছে ইরান-ইসরাইল ‘যুদ্ধ’। ইতোমধ্যেই বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়েছে। লড়াইয়ের আঁচ ভারতও টের পাচ্ছে।
ইসরাইলের সঙ্গে সংঘাত তীব্রতর হওয়ায় হরমুজ প্রণালী বন্ধ করার কথা বিবেচনা করছে ইরান।
ইরানের প্রতিটি স্থান ও লক্ষ্যবস্তুতে হামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামীতে হামলার তীব্রতা আরো বাড়ানোর ঘোষণা দিয়ে নেতানিয়াহু বলেন, ইরানের সামনে কী অপেক্ষা করছে সেটা তারা কল্পনাও করতে পারছে না। টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
ইরান যদি যুক্তরাষ্ট্রে হামলা করে, তাহলে নজিরবিহীন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এ হঁশিয়ারি দেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবাধিকার রক্ষায় আনা প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকায় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক ও হতাশাজনক’ বলে অভিহিত করেছেন।
ইরানে হামলা প্রমাণ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের অধীনে ইসরাইল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনালাপে এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ কথা জানায়।
ইসরাইলি হামলার পর থেকে পাল্টা জবাব দিচ্ছে ইরান। শুক্রবার দিবাগত রাতে এ হামলা শুরু করেছে দেশটি।