
বিক্ষোভে নিহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক
ইরানের সরকার সাম্প্রতিক সহিংস বিক্ষোভ ও সংঘর্ষের পর দেশজুড়ে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসিডেন্ট কার্যালয়ে এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। ইতোমধ্যে দেশজুড়ে সহিংস বিশৃঙ্খলায় অনেক সাধারণ নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


