বঙ্গোপসাগরে সরকার ঘোষিত ৫৮ দিনের ‘মৎস্য আহরণ নিষিদ্ধকরণ কার্যক্রম-২০২৫’ শেষ হয়েছে।
আবেদনের সুযোগ পাচ্ছেন না ৩৫ ঊর্ধ্বরা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আজ সোমবার প্রকাশ হবে। ৯০ হাজারের বেশি পদের বিপরীতে এই গণবিজ্ঞপ্তি দেওয়া হবে।
নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। ওই বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। গত শনিবার রাত ১২টার দিকে ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে দেশটি থেকে প্রথম ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসে।
তবে যেসব বিষয়ে বেশি সেবা দেয়া হয়েছে তার মধ্যে মারামারি সংক্রান্ত ৪ হাজার ১০২টি, বিভিন্ন কারণে কাউকে আটকে রাখা সংক্রান্ত বিষয়ে এক হাজার ২১৪টি, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেবা এক হাজার ৬২টি এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে ৯৯২টি।
যুক্তরাজ্য সরকারের মন্ত্রীদের মান বিষয়ক উপদেষ্টা কমিটি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করেছে এবং তাকে খালাস দিয়েছে। টিউলিপ সিদ্দিকও দাবি করেছেন যে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এরপরও কেন দুদক এখনও তার বিরুদ্ধে তদন্ত করছে?
বিবিসিকে সাক্ষাৎকার
ড. ইউনূস বলেন, এটি আমার জন্যও একটি দারুণ সুযোগ এনে দিয়েছে, এখন তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাই। তখন আমাদের হাতে সময় থাকবে এবং আমরা এখানে (বাংলাদেশে) কী ঘটেছিল, আমরা কী করতে চাইছি তা দেখাতে পারবো এবং তিনি পরিস্থিতি বুঝতে পারবেন।
বিমান উপদেষ্টা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, 'আমাদের দেশের পর্যটন ও বিমান পরিবহন খাতে টেকসই উন্নয়ন আনতে হলে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিবর্তন জরুরি। যাত্রীসেবার মান উন্নয়ন ও ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।'
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, 'পরিবেশবান্ধব বাঁশের আসবাবপত্রের ব্যবহার বাড়াতে হবে।' রোববার পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে উপদেষ্টা একথা বলেন।
গতকাল শনিবার পর্যন্ত মোট ২০ হাজার ৫০০ বাংলাদেশি হাজী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। হজ অফিসের দেয়া সরকারি তথ্য অনুসারে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯২৪ জন ও বেসরকারি হজ এজেন্সির ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৭৬ জন হাজী বাংলাদেশে ফিরেছেন।
শেষ হলো সরকার ঘোষিত ৫৮ দিনের ‘মৎস্য আহরণ নিষিদ্ধকরণ কার্যক্রম-২০২৫’। গত ১৫ এপ্রিল হতে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনব্যাপী বঙ্গপসাগরে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারও আমাদের অফিসে এসেছিলেন। আমরা তাকে বলেছি, আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকেও থাকে, তাদের প্রোপার চ্যানেলে পাঠাও। আমরা নেবো। জঙ্গলের মধ্যে, নদীর মধ্যে, লেকের মধ্যে ফেলে দেওয়া- এটা কোনো সভ্য দেশে হওয়া উচিত না।’
তিন দফা দাবিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগবঞ্চিত প্রার্থীদের সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা ও হামলার ঘটনা ঘটেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানের একপর্যায়ে রোববার দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে উত্তর পাশের গেটের কাছে ব্যারিকেড
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এ বছর কোরবানিতে প্রতিবেশী কোনো রাষ্ট্র থেকে গবাদি পশু আমদানি করা হয়নি। উপদেষ্টা বলেন, আমাদের দেশে উৎপাদিত পশু দিয়েই কোরবানি হয়েছে। এতে দেশীয় খামারিদের অনেক বেশি গরু বিক্রি হয়েছে। এটি আমাদের সবার জন্য স্বস্তির বিষয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্বাচনে ইসি নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে। কেউ ফাউল করলে তার জন্য খুব রাখাপ হবে। এ লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আমরা বদ্ধপরিকর।
পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, সময় খুবই কম। আপনারা যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করুন। আমাদের উদ্দেশ্য সৎ, একটা ভালো নির্বাচন করতে চাই
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। তবে কোন রাজনৈতিক দলের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করতে পরেন।