ঢাকার সাভারে এক ব্যবসায়ীকে চোখ উপড়ে লিঙ্গকেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যবসায়ীর নাম দেলোয়ার হোসেন (৪৫)। তিনি পেশায় একজন জুতা ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন স্থান থেকে জুতা সংগ্রহ করে স্থানীয় দোকানগুলোতে বিক্রি করতেন বলে জানায় পুলিশ ও স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পর্যন্ত দেলোয়ার হোসেনকে নিজ ঘরে দেখা গেলেও সন্ধ্যার দিকে তার রক্তাক্ত মরদেহ ঘরের ভেতরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা দ্রুত বিষয়টি সাভার মডেল থানাকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করেছে। নিহতের চোখ উপড়ে ফেলা হয়েছে এবং তার লিঙ্গ কর্তন করা হয়েছে, যা হত্যাকাণ্ডের ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং আলামত সংগ্রহ করে। হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা, ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, “কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটি অত্যন্ত নৃশংস। দ্রুত রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

