
নায়করাজের স্মরণে দুদিনের আয়োজন
বেঁচে থাকলে তার বয়স হতো ৮৪ বছর। যাকে এখনো এক নামে চেনে বাংলাদেশের মানুষ, তিনি ‘নায়করাজ’ রাজ্জাক। আগামীকাল, ২৩ জানুয়ারি, এই অভিনেতার জন্মবার্ষিকী। দিনটি ঘিরে তার অভিনীত সিনেমা, গান, জীবনীনির্ভর প্রামাণ্যচিত্র নিয়ে দুদিনব্যাপী আয়োজন সাজিয়েছে চ্যানেল আই।























