প্রথমবারের মতো ঢাকাই সিনেমার গানে যুক্ত হলেন প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। তবে তিনি গানে কণ্ঠ দেবেন না, বরং গান লেখা ও সুর করার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। তার লেখা ও সুর করা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
কবীর সুমন ও আসিফ আকবরের সংগীত-রসায়ন নতুন নয়। এর আগেও এই দুই শিল্পী একসঙ্গে বেশ কয়েকটি গান উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় চলচ্চিত্রের গানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন।
পারিবারিক গল্প নিয়ে ‘ঝামেলা’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন ইয়ামিন ইলান। যেখানে থাকছে ৬টি গান। এর মধ্যে ৩টি কবীর সুমনের লেখা ও সুর করা। সংগীত পরিচালনা করেছেন উজ্জল সিনহা ও আজমির বাবু। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এর মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই সিনেমার জন্য গান লিখলেন ও সুর করলেন কবীর সুমন।
শুধু তাঁর লেখা ও সুর করা তিনটি গানেই নয়, সিনেমাটির সব গানেই কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এর আগে ‘রানী কুঠির বাকী ইতিহাস’ ও ‘গহীনের গান’ সিনেমার সব গান গেয়েছিলেন আসিফ।
‘ঝামেলা’ সিনেমাটি নির্মিত হচ্ছে দিয়া প্রোডাকশনের ব্যানারে। প্রযোজনা করছেন দিয়া রইস। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর, শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আবদুল্লাহ রানা, সাবেরি আলম, সহ আরো অনেকে।
নির্মাতা ইয়ামিন ইলান বলেন, ‘এটি সম্পূর্ণ বাংলাদেশি সিনেমা। তামিল বা ভারতীয় আদলে বানানো নয়। গল্পটি মৌলিক ও পারিবারিক। ইতিমধ্যে দুই লটের শুটিং শেষ হয়েছে। ঢাকা ও গাজীপুরে শুটিং হচ্ছে।’
পরিচালক জানান, সিনেমাটি এ বছর কোনো এক ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

