স্বাভাবিক জীবনযাত্রায় অধিকাংশ সময় মানুষকে যানবাহনের ওপর থাকতে হয়। নামাজের সময় হলে কিভাবে নামাজ আদায় করবে যানবাহনে এটা নিয়ে অনেকেই দ্বন্দ্বে পড়ে যান।
হজের মাধ্যমে হাজিরা নিষ্পাপ নতুন জীবন নিয়ে ফিরে আসেন। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর উদ্দেশে হজ করেছে এবং অশ্লীল কথা বলেনি বা অশ্লীল কাজ করেনি, সে হজ থেকে ফিরবে সেদিনের মতো নিষ্পাপ অবস্থায়, যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন।’ (বুখারি : ১৫২১; মুসলিম : ১৩৫০)
জীবিকা উপার্জনের জন্য শরিয়াহ অনুমোদিত যতগুলো মাধ্যম রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো ব্যবসা। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদসমূহ অন্যায়ভাবে খেয়ো না, তোমাদের পারস্পরিক সম্মতিতে যে তিজারাহ তথা ব্যবসা করা হয়, তা ব্যতীত।’ (সুরা আন-নিসা : ২৯)
আপনার জিজ্ঞাসা
মানুষকে আল্লাহ তায়ালা সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। যে আকৃতিতে মানুষ জন্মগ্রহণ করেছে, সেটাই তার আসল রূপ। এ রূপকে বিকৃত করা মানে আল্লাহর সৃষ্টির বিরোধিতা করা, আল্লাহ প্রদত্ত নেয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা।
আমাদের ঈমানের বিরানভূমিকে যিনি সবুজ-সতেজ করে তুলেছেন, যাঁর অনুপ্রেরণা, শিক্ষা ও জীবনাদর্শ আমাদের তাকওয়াপূর্ণ জীবন ও আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করেছে, তিনি খাতামুন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পিউ রিসার্চের গবেষণা
ইসলাম এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। গত এক দশকে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা অন্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে।
সৌদি থেকে হাজিদের দেশে ফেরার প্রস্তুতি। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত।
নতুন করে দেয়া এসব বিধিনিষেধ ভঙ্গে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সৌদি মন্ত্রণালয়। বলা হয়েছে, যেসব কোম্পানি মন্ত্রণালয়ের প্রোগ্রাম লঙ্ঘন করবে সেসব কোম্পানি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে উচ্চ অঙ্কের আর্থিক জরিমানাসহ ভবিষ্যতে ওমরাহ ভিসা ইস্যুর অনুমতি বাতিলও হতে পারে।
আরাফাতের ময়দানে খুতবা শোনার সময় হঠাৎ প্রসব ব্যথা উঠে। এমন অবস্থায় সেখানেই এবার হজে প্রথম সন্তান জন্ম দিয়েছেন এক টোগোলিজ নারী।
সৌদি আরবের বিবৃতি
গত বছরের মতো চলতি বছরও ব্যাপক গরমের মধ্যে হজ পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে এবারের হজে গরমজনিত অসুস্থতা ছিল গত বছরের চেয়ে ৯০ শাতংশ কম। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হলো ঈদুল আজহার প্রধান জামাত। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সর্বস্তরের মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।
দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ সকাল ১০টায় এবং পঞ্চম ও সবশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন।
আজ সকালে মুসল্লিরা কাছাকাছি ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিব নামাজের খুতবায় তুলে ধরবেন কোরবানির তাৎপর্য। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিব নির্বিশেষে সবাই একত্রে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন।
সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল শনিবার। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে আসছে
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলিম। শুক্রবার (৬ জুন) সকালে জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ শুভেচ্ছা বিনিময় করেন।
এ বছর হজের জন্য নিবন্ধন করেছেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন হাজি। এর মধ্যে সৌদি আরবের অভ্যন্তরীণ নিবন্ধিত হাজি ছিলেন ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন এবং বিভিন্ন দেশ থেকে আগত হাজির সংখ্যা ছিল ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন।
হজের খুতবা
মুসলমানদের পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার কথা বলেছেন মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ। বৃহস্পতিবার মসজিদে নামিরায় হজের খুতবায় তিনি এ আহ্বান জানান।