ঈদকে ঘিরে প্রবাসী আয় বেড়েছে। চলতি জুন মাসের ১৪ দিনেই দেশে ১৬৪ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ১০ শতাংশ বেশি। গত বছরের জুনের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১১৪ কোটি ৯০ লাখ ডলার।
মে মাসে রাজনৈতিক স্থিতিশীলতা কিছুটা উন্নতি করেছে। ফলে এ মাসে ব্যবসা পরিবেশেরও উন্নতি হয়েছে। বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) সূচকে এপ্রিলের তুলনায় মে মাসে ৬ পয়েন্ট উন্নতি হয়েছে।
বেরিয়ে আসছে আসল চিত্র
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ আরও বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে চার লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা।
পাচারের টাকা উদ্ধারে দেশ-বিদেশে মামলা করবে বাংলাদেশ, কী ধরনের মামলা করবে তার সিদ্ধান্ত নিবে আইনজীবীরা। সরকার চাইলে এখনই আইনজীবী নিয়োগ করতে পারে। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সাংবাদিকদের এসব কথা বলেন।
মানুষের হাতের টাকা আবার ব্যাংকে ফিরছে। সর্বশেষ এপ্রিল মাসে ব্যাংকে ফিরেছে প্রায় ১৯ হাজার কোটি টাকা। অথচ আগের মাস মার্চে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ অর্থ বেড়েছিল প্রায় ২৫ হাজার কোটি টাকা। মূলত ঈদুল ফিতরের খরচের জন্য ওই মাসে ব্যাংক থেকে নগদ টাকা তোলার প্রবণতা বেড়ে যায়। পাশাপাশি কয়েকটি ব্যাংক বন্ধ
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৮২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি হয়েছেন মাহমুদ হাসান খান।
বাংলাদেশের শাসন ব্যবস্থার উন্নয়ন ও সরকারি সংস্থাগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বাড়াতে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ।
বিকেএমইএ’র নবনির্বাচিত সভাপতি
নতুন নেতৃত্ব নিট রপ্তানি বাজার সম্প্রসারণে সম্ভাব্য ও বর্তমান ক্রেতাদের নিয়ে আন্তর্জাতিকভাবে একাধিক রোড শো ও প্রদর্শনীর উদ্যোগ নিতে যাচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চালু করতে যাচ্ছে ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস সুবিধা। এ সুবিধা চালু হলে রপ্তানি ও ব্যবসা-বাণিজ্যে গতি আসার পাশাপাশি ব্যবসায় খরচ কমবে।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৩ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছে দেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক। গত ২৩ এপ্রিল প্রকাশিত ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট : ট্যাক্সিং টাইমস’ শীর্ষক প্রতিবেদনেও ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি।
যশোরে বাণিজ্য উপদেষ্টা
ট্যানারি মালিকদের সক্ষমতা বাড়ানোর জন্য সরকার ঈদের আগেই ২২০ কোটি টাকার প্রণোদনা ছাড় করেছে। বাজার ব্যবস্থাপনা সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে। সরকারের গৃহীত পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়া শিল্পের চাহিদা তৈরি হবে।
ফ্যাসিস্ট হাসিনার সরকারের আমলে ভারতের স্বার্থ রক্ষায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই শিল্পকে বাধাগ্রস্ত করা হয়েছে, যার অন্যতম প্রমাণ প্রতি কোরবানির ঈদে বিপুল পরিমাণ কাঁচা চামড়া ভারতে পাচার হওয়ার ঘটনা।
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশের পোশাক শিল্পের জন্য ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং গার্মেন্টসটেকবিডি.অর্গ (অ্যাকাডেমি অফ গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ) যৌথভাবে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য খাতে আমদানি নিরুৎসাহিত না করে বরং নানা সুবিধা দিয়ে উল্টো আমদানি উৎসাহিত করা হয়েছে। এর ফলে স্থানীয় কসমেটিকস শিল্পের বিকাশ, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের প্রথম তিন দিনে ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা