আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৩১ টাকা দরে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

স্টাফ রিপোর্টার

১৩১ টাকা দরে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

পবিত্র রমজান মাস সামনে রেখে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজার স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৩৫৭ কোটি ৬২ হাজার ১০০ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৩১ টাকা ৪৯ পয়সা।

আজ বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় জরুরি বিবেচনায় রমজানে ভোজ্যতেলের চাহিদা পূরণে আন্তর্জাতিক বাজার থেকে দ্রুত পণ্য সংগ্রহের প্রস্তাব উত্থাপন করে। পরবর্তী সময়ে দরপত্র মূল্যায়ন কমিটির যাচাই-বাছাই শেষে কানাডার এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস আইএনসি থেকে মোট ৩৫৭ কোটি ৬২ হাজার ১০০ টাকা ব্যয়ে উল্লিখিত পরিমাণ সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই তেল খোলাবাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে বিক্রি করা হবে, তবে ক্রয়মূল্যের নিচে নয়। ফলে এতে কোনো ধরনের সরকারি ভর্তুকির প্রয়োজন হবে না। টিসিবির মাধ্যমে সাধারণ ভোক্তারা এ সুবিধা পাবেন।

এছাড়া সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য শিল্প মন্ত্রণালয়ের ১১তম লটের আওতায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...