ঈদুল ফিতরের ছুটিতে গ্রাহকের নির্বিঘ্নে লেনদেন নিশ্চিতে ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস), পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়েসহ সব সব ডিজিটাল সেবা নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছ।
২০২৪ সালের ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনের গণআন্দোলনে যোগ দিয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা শ্রমিক দলের সদস্য ও ক্ষুদ্র ব্যবসায়ী মো. জালাল উদ্দিন।
গাজা উপত্যকায় পৃথক ইসরাইলি হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে হোসাম শাবাত আল জাজিরার ও মোহাম্মদ মনসুর প্যালেস্টাইন টুডের সাংবাদিক। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বেইত লাহিয়ার পূর্ব অংশে গাড়িতে হামলা চালিয়ে হোসাম শাবাতকে হত্যা করা হয়েছে।