
সে কথা আজও বাতাসে ভাসে
বাংলাদেশ আজ আরও একবার অনাথ হলো তোমার মৃত্যুতে। কারণ অভিভাবক মানে, যিনি হার মানেন না। তুমি ভূখণ্ডের শ্রেষ্ঠ দেশপ্রেমিক। এই ক্ষতি কোনো ভাষায় ধরা পড়ে না, এ শোক কোনো কাগজে ধরে না।

বাংলাদেশ আজ আরও একবার অনাথ হলো তোমার মৃত্যুতে। কারণ অভিভাবক মানে, যিনি হার মানেন না। তুমি ভূখণ্ডের শ্রেষ্ঠ দেশপ্রেমিক। এই ক্ষতি কোনো ভাষায় ধরা পড়ে না, এ শোক কোনো কাগজে ধরে না।

হাদির কথা ধরে রাখুন— ওগুলো শুধু শব্দ নয়, ওগুলো প্রজন্মের যুদ্ধঘোষণা।

ফিরবে না সে গলা— আবৃত্তি আর কবিতাতে বিদ্রোহী স্বর, বলা।

চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হাদি দুটি কবিতা লিখে গেছেন।