
কফি কাপ
অবহেলায় পড়ে থাকা কফি কাপ আমাকে নাড়িয়ে দিল তা শুধু স্মৃতি নয় বরং এমন গল্প যা ফুরায় না কোনোদিন— আমি তাকে জিজ্ঞেস করলাম এত নিঃসঙ্গ পড়ে আছ কেন কাপ নড়েচড়ে বসল আর

অবহেলায় পড়ে থাকা কফি কাপ আমাকে নাড়িয়ে দিল তা শুধু স্মৃতি নয় বরং এমন গল্প যা ফুরায় না কোনোদিন— আমি তাকে জিজ্ঞেস করলাম এত নিঃসঙ্গ পড়ে আছ কেন কাপ নড়েচড়ে বসল আর

রাস্তাটা নাহক দীর্ঘ বেশুমার খর বাঁক, খানাখন্দে ভরা হেঁটে হেঁটে হয়রান, বিরক্ত লাগছে একা পথে সুর ভাজা বড় উপকারী মুসাফিরি গানও তো জানি না! ঘাম ছেড়ে মন খোঁজে ঘন ছায়াবীথি, শান্ত বটতল তবু পথ বেহায়াটা আদুরে বিড়াল আবিল পায়ের কাছে ন্যাওটা মাথা ঘষে।

আমার হৃদয়ে সুদিন ফেরাতে দুটি শালিকের এক হওয়া জরুরি একটা খুঁজে পাইলাম ঘরের বাইরে আরেকটা খুঁজতে বের হয়ে হারায়ে গেছি এইটা কোনো কথার কথা না

এখানে খুনের মহড়া চলে সিনেমার শুটিংয়ের মতো, খুনের নৃশংসতায় আঁতকে উঠি যখন-তখন খুন করে খুনি হিরো হয়ে যায়।







জুলাইয়ে রচিত কবিতা

নিবেদিত কবিতা


কবিকে নিয়ে ইনিস্টিটিউট প্রতিষ্ঠার দাবি অনুরাগীদের