জীবন যেমন কাউরে বোঝাইতে পারি নাই আমার দেহা জীবন কথা আছিল শাহজালালের শিষ্য হইয়া রওনা হইমু নিরুদ্দেশ ইয়ামেনের শান্তি ছাইড়া পইড়া থাকুম বোরহানুদ্দিনের এলাকায়; কিংবা হুজভেরির জলসায় বইসা শিখমু পাপ ধুইবার খেলা আচমকা পাগলা বানাইবো গায়েবের রূপ, তা আর হইলো কই?
“আকরম খাঁ একটি ব্যক্তি মাত্র ছিলেন না, অন্যান্য অনেক নেতার মত তিনি শুধুমাত্র একটি প্রতিষ্ঠানও ছিলেন না। তিনি ছিলেন একটা যুগের প্রতিনিধি- যুগের প্রতীক, স্বয়ং একটা যুগ। বাহির হইতে তাঁর ব্যক্তিত্বের বিরাটত্ব, তাঁর সাফল্যের বিপুলতা
আততায়ী ওভাবেই খুন হয়ে যায়— মাটি ও বাতাস আর বৃক্ষরূপনদী মানুষের প্রতিহিংসা, যুদ্ধ, প্রেম—সমস্ত হারায় নিরেট প্রকৃতি হয়ে জেগে থাকে —ধ্বংসের চূড়ান্ত অবধি