মেঘপাড়ায় গুঞ্জন আষাঢ়ের ঢেউ
অবিরাম কান্নারোল প্রকৃতির নিয়ম
বিজ্ঞাপন
কার সুখ জলেডোবা হারানো কাতর
রোদের ভেতর খরা শান্তির জিকির
অথই উৎসব ঘিরে গ্রামীণ শহর
আকাশের জানালায় শব্দের নূপুর
সুন্দর মানুষগুলো দৃষ্টির সড়ক
হারানো পাখি আড়ালে কাছে থেকে দূরে
কে যেন সামনে এসে, স্বরূপ বিকেল
আনন্দের সুর উঠে বেদনার গান
একাকিত্ব বিসর্জন যুগল গুহায়
তোমাকে খুঁজতে গিয়ে নিজেই নিখোঁজ।

