আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সীমান্তের শকুন

জাহাঙ্গীর আলম সৈয়দ

সীমান্তের শকুন

এখানে খুনের মহড়া চলে

সিনেমার শুটিংয়ের মতো,

বিজ্ঞাপন

খুনের নৃশংসতায় আঁতকে উঠি যখন-তখন

খুন করে খুনি হিরো হয়ে যায়।

পুলকিত খুনি বীরদর্পে চলে যায় নিরাপদ আশ্রমে,

অতঃপর সীমান্তে হাইতোলে ঘুমন্ত প্রহরী।

রাক্ষসের রঙমহল ষড়যন্ত্রের নীলনকশা আঁকে

সীমান্তের শকুন খাবলে খায়—

বাংলাদেশের মগজ।

মুখোশের অন্তরালে অচেনা মুখোশ—

আধিপত্যের বিরুদ্ধে উচ্চকিত শীর

ভূলুণ্ঠিত করতে চায়,

গোলামির জিঞ্জিরে আবদ্ধ চেতনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন