জুলাইয়ে রচিত কবিতা

১৬ জুলাই, ২০২৪-এর কবিতা

সাইয়েদ জামিল
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৬: ২২

যে কবি মানুষের পক্ষে থাকে না

যে কবি নির্যাতিতের পাশে দাঁড়ায় না

বিজ্ঞাপন

যে কবি হাত রাখে স্বৈরাচারীর কাঁধে

বুলেটবিদ্ধ জনতার রক্ত দেখেও

যে কবির হৃদয় কাঁপে না

যে কবি রুটি ও মধুর লোভে আজ

ক্ষমতার উচ্ছিষ্ট ভোগের আশায় আজ

প্রধানমন্ত্রীর পায়ের কাছে বসে আছে

সে আজ কবি নয়, সে আজ গণশত্রু

তাকে ধিক্কার

যে বুদ্ধিজীবী মানুষের পক্ষ নেয় না

যে বুদ্ধিজীবী নির্যাতিতের ভাষা পড়ে না

যে বুদ্ধিজীবী বিবৃতি দেয় স্বৈরাচারীর পক্ষে

মানুষের রক্তে ভেজা মাটিতে দাঁড়িয়েও

যে বুদ্ধিজীবী প্রতিবাদ করে না

যে বুদ্ধিজীবী হালুয়া ও রুটির লোভে আজ

ক্ষমতার সীমাহীন বিচ্ছিরি ক্ষুধা মেটাতে আজ

প্রধানমন্ত্রীর পায়ের কাছে বসে আছে

সে আজ বুদ্ধিজীবী নয়, সে আজ গণশত্রু

তাকে ধিক্কার

এই সীমাহীন বৈষম্যের রাষ্ট্রে

এই নোংরা চেতনা ব্যবসার রাষ্ট্রে

এই গুম-খুন-হত্যাযজ্ঞের রাষ্ট্রে

প্রধানমন্ত্রীর পায়ের কাছে বসে থাকা কবি

তুমি আজ গণশত্রু, তোমাকে ধিক্কার

এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কালে

এই অর্থনৈতিক মন্দার কালে

এই গরিব মরার কালে

এই মধ্যবিত্তের পিষে যাবার কালে

প্রধানমন্ত্রীর পায়ের কাছে বসে থাকা বুদ্ধিজীবী

তুমি আজ গণশত্রু, তোমাকে ধিক্কার

এই নিরীহ ছাত্র হত্যার দুঃসময়ে

এই শিক্ষার্থী নিপীড়নের দুঃসময়ে

এই শিক্ষা বাণিজ্যকরণের দুঃসময়ে

এই শিক্ষাব্যবস্থা ধ্বংসের দুঃসময়ে

প্রধানমন্ত্রীর পায়ের কাছে বসে থাকা শিক্ষক

তুমি আজ গণশত্রু, তোমাকে ধিক্কার

এই তথ্যসন্ত্রাসের যুগে

এই মিডিয়া ট্রায়ালের যুগে

এই হলুদ সাংবাদিকতার যুগে

প্রধানমন্ত্রীর পায়ের কাছে বসে থাকা সাংবাদিক

তুমি আজ গণশত্রু, তোমাকে ধিক্কার

তোমাকে ধিক্কার

প্রধানমন্ত্রীর পায়ের কাছে বসে থাকা সুবিধাবাদী

সুশীল ও বিবিধ মুখোশ পরা জানোয়ার

তোমরা সকলে আজ গণশত্রু

আমরা হেরে যাব

তবু আমরা মানুষের পক্ষে থাকব

আমরা হেরে যাব

তবু আমরা নির্যাতিতের পাশে দাঁড়াব

আমরা নির্যাতিত মানুষ

আমরা একে অপরের ভাইবোন বন্ধু-স্বজন

আমরা নির্যাতিত মানুষ

আমরা একে অপরের কাঁধে হাত রেখেছি

আমরা ইতিহাস বদলাব

আমাদের কবি নেই

বুদ্ধিজীবী নেই

আমাদের শিক্ষক নেই

মিডিয়া ও সুশীল নেই

তবু ইতিহাস বদলাব আমরা

আমরা নির্যাতিত মানুষ

আমরা মরতে শিখে গেছি

মানুষ যখন মরতে শিখে যায়

অনিবার্যভাবে ইতিহাস বদলে যায়

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত