নিবেদিত কবিতা
মহিবুর রহিম
শুনেছি নদীর সাথেই প্রথম কথা হয়েছিল তার
কেননা এখনো নদীর ভাষাই এখানে অপ্রতিরোধ্য
এবং স্বচ্ছ ও সহজবোধ্য!
একথা জেনে বারোশ নদীতে সপ্রতিভ সাঁতার কাটলেন
ডানা মেলে উড়লেন সুরমা মাতামুহুরী তিতাসের বুকে
লোকায়ত জনপদের গন্ধ শুঁকে শুঁকে
একটা গাঙ শুশুকের মতো হলেন জলে উদ্বেলিত।
তার ছিল মাছরাঙা পানকৌড়ির মতো তীক্ষ্ণ দুটো চোখ
চিরসবুজ বদ্বীপের মতো সম্ভাবনাময় বুক
চেতনায় ছিল তার নদী মোহনার অকৃত্রিম সুর।
তার জন্য কবিতার অপরাহ্ণে নেমে এসেছিল পাখিডাকা ভোর
একটা সাহসের পতাকা নিয়ে লাফিয়ে পড়েছিলেন সমুদ্রে
এ কথা জানতেন, সমকালীন পর্বতও তার উচ্চতার সমকক্ষ নয়
জানতেন নদী ও সমুদ্র ছাড়া তেমন কোনো শুদ্ধতা অবশিষ্ট নেই
ক্ষয়িষ্ণু নগরে তাই নিয়ে এসেছিলেন
আবহমান নদী পাখি বৃক্ষের হরিৎ
সুষম সামর্থ্যে তার সমুত্তীর্ণ হয়ে উঠেছিল ভাষা
ডানা মেলে উড়েছিল লুপ্তপ্রায় লোকায়ত আশা
ক্ষুদ্র কিছু আগাছার ঈর্ষা ছাড়া তার সেই সুবিশাল মাঠ
নীল সমুদ্রের মতো সম্মোহক দিগন্তের পাঠ
আমাদের জাতিগত আকাঙ্ক্ষার সম্মুখে
মেলে ধরেছিল অপরাজেয় বাংলাদেশের বুক
সহস্রাব্দের সম্মিলিত সংগ্রামী মানুষের মুখ।
কবি ও কবিতার কাছে সমাদৃত সহজ সাধনায়
খুঁজে পাই তার অদম্য শৈল্পিক চেতনার স্বাক্ষর।
অন্তর্গত জঙ্গমতায় বাঁক নিয়েছেন
তবু রুদ্ধ হয়ে যাননি কিছুতেই
স্বদেশের রক্তচরাচরে বিপ্লবী ফসলের মৌসুমে
শুনি তারই কবিতার জয়।
শুনেছি নদীর সাথেই প্রথম কথা হয়েছিল তার
কেননা এখনো নদীর ভাষাই এখানে অপ্রতিরোধ্য
এবং স্বচ্ছ ও সহজবোধ্য!
একথা জেনে বারোশ নদীতে সপ্রতিভ সাঁতার কাটলেন
ডানা মেলে উড়লেন সুরমা মাতামুহুরী তিতাসের বুকে
লোকায়ত জনপদের গন্ধ শুঁকে শুঁকে
একটা গাঙ শুশুকের মতো হলেন জলে উদ্বেলিত।
তার ছিল মাছরাঙা পানকৌড়ির মতো তীক্ষ্ণ দুটো চোখ
চিরসবুজ বদ্বীপের মতো সম্ভাবনাময় বুক
চেতনায় ছিল তার নদী মোহনার অকৃত্রিম সুর।
তার জন্য কবিতার অপরাহ্ণে নেমে এসেছিল পাখিডাকা ভোর
একটা সাহসের পতাকা নিয়ে লাফিয়ে পড়েছিলেন সমুদ্রে
এ কথা জানতেন, সমকালীন পর্বতও তার উচ্চতার সমকক্ষ নয়
জানতেন নদী ও সমুদ্র ছাড়া তেমন কোনো শুদ্ধতা অবশিষ্ট নেই
ক্ষয়িষ্ণু নগরে তাই নিয়ে এসেছিলেন
আবহমান নদী পাখি বৃক্ষের হরিৎ
সুষম সামর্থ্যে তার সমুত্তীর্ণ হয়ে উঠেছিল ভাষা
ডানা মেলে উড়েছিল লুপ্তপ্রায় লোকায়ত আশা
ক্ষুদ্র কিছু আগাছার ঈর্ষা ছাড়া তার সেই সুবিশাল মাঠ
নীল সমুদ্রের মতো সম্মোহক দিগন্তের পাঠ
আমাদের জাতিগত আকাঙ্ক্ষার সম্মুখে
মেলে ধরেছিল অপরাজেয় বাংলাদেশের বুক
সহস্রাব্দের সম্মিলিত সংগ্রামী মানুষের মুখ।
কবি ও কবিতার কাছে সমাদৃত সহজ সাধনায়
খুঁজে পাই তার অদম্য শৈল্পিক চেতনার স্বাক্ষর।
অন্তর্গত জঙ্গমতায় বাঁক নিয়েছেন
তবু রুদ্ধ হয়ে যাননি কিছুতেই
স্বদেশের রক্তচরাচরে বিপ্লবী ফসলের মৌসুমে
শুনি তারই কবিতার জয়।
গাজা পুনরুদ্ধারের এই সময়ে ‘ফিলিস্তিন সাংস্কৃতিক পুরস্কার’ ঘোষণা করেছে ‘ফিলিস্তিন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট’। ১৩তম আসরের মূল থিম নির্ধারণ করা হয়েছে—‘জেরুজালেম, গাজা উপত্যকা, গোটা ফিলিস্তিন ও জায়নবাদের বিরোধিতা’।
৩ দিন আগেএকশ বছর আগের কথা। ১৮৮৯ সাল। তুরিনে আজকের মতোই এক দিনে ফ্রিডরিখ নিৎশে কার্লো আলবার্তো পথের ৬ নম্বর বাড়ির ফটক দিয়ে বেরিয়ে আসেন। কখনো হাঁটতে বের হতেন, আবার কখনো পোস্ট অফিসে চিঠিপত্র তুলতে যেতেন।
৪ দিন আগেবাইতুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী আয়োজিত ইসলামি বইমেলায় প্রতিদিনই জড়ো হন হাজারো মানুষ। বিশেষত সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বইপ্রেমীদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। আর এই জনস্রোতের কেন্দ্রবিন্দুতে রয়েছে একদল স্বপ্নবাজ তরুণের হাতে গড়া ‘লিটলম্যাগ কর্নার’।
৪ দিন আগেইসলাম-পূর্ব সময়ে এক ভয়ংকর অন্ধকারে নিমজ্জিত হয়েছিল যেন আরবরা। সমগ্র আরবে চলছিল ভয়াবহ অরাজকতা। গোত্রে গোত্রে শত্রুতা। সারাক্ষণ একে অন্যের ক্ষতি করার চেষ্টায় রত। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মারামারি থেকে শুরু করে যুদ্ধে জড়িয়ে পড়া; বছরের পর বছর ধরে সেই যুদ্ধ চলা।
৪ দিন আগে