পাকিস্তানের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একথা জানিয়েছে। খবর জিও নিউজের।
আইএসপিআর জানায়, পাকিস্তান সেনাবাহিনী আইন অনুসারে, ফয়েজ হামিদের বিরুদ্ধে ১৫ মাসেরও বেশি সময় ধরে সামরিক আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন, রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থকে বিপন্ন করা, ক্ষমতা ও সরকারি সম্পদের অপব্যবহার এবং নিজের ক্ষমতা ও রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষতিসাধন করার মতো চারটি অভিযোগে তার বিচার করা হয়।’
এতে আরো বলা হয়, ‘দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর, অভিযুক্তকে সকল অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, বিচার প্রক্রিয়ায় অভিযুক্তকে বৈধ সব সুযোগ এবং অধিকার দেয়া হয়েছিল। এমনকি অভিযুক্ত যদি চান, এ আদালতের সঙ্গে সম্পর্কিত উচ্চতর ফোরামে আপিল করতে পারবেন। তার সেই অধিকার রয়েছে।
ক্ষমতার অপব্যবহার এবং সেনা আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৪ সালের আগস্টে সাবেক এই গোয়েন্দা প্রধানকে হেফাজতে নেয় সেনাবাহিনী।
আরএ


ই-সিগারেট নিষিদ্ধ করলো মেক্সিকো
স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া