বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টায় শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপিরসহ সভাপতি রুহুল আমিন।
মঞ্চে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক যুবদল সভাপতি মাকসুদ আহমেদ পান্না, সাবেক ছাত্র নেতা তৌফিক আলী খান কবির, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
দোয়া মাহফিলে বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় মানুষ অংশ নিয়ে এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

