বরিশালে ঘাটের টোল আদায়ে বাধা
বরিশালের গৌরনদীতে এক বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন অঙ্গসংগঠনের এক নেতা।
জনভোগান্তি লাঘবে ২০ মিনিট সময় দেওয়ার পরও সড়কে অবস্থান থেকে সরে না আসায় বলপ্রয়োগ করে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি পুলিশ ও সেনাবাহিনীর।
বরিশালে ঘাটের টোল আদায়ে বাধা
উপজেলার মিয়ারচর লঞ্চঘাট ইজারা নিয়েছেন ছাত্রদল নেতা তরিকুল। তিনি সেই ঘাট থেকে টোল আদাল করতে গেলে তাকে ও তার লোকজনকে বাধা দেন বিএনপি নেতা বাচ্চু এবং তার লোকজন। তিনি একাধিক দিন টাকা তুলতে বাধা ও হত্যার হুমকি দিয়েছেন। তাদের বাঁধার মুখে এক সপ্তাহ ধরে টোল আদায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
সোমবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গেরৗনদী উপজেলার কাসেমাবাদ লালপুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী মামুন স্পেশাল নামের একটি বাস মহাসড়কের কাসেমাবাদ লালপুলের রেলিং ভেঙ্গে খালের মধ্যে উল্টে পড়ে।
শহরের বিভিন্ন পয়েন্টে পানি নিষ্কাশনের কাজ চলছে এবং ড্রেন পরিষ্কার করা হচ্ছে। পানি নামার উৎসমুখগুলো পরিস্কার করা হচ্ছে। তবে পেরৗসভার মাস্টার প্লান অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থা করা হলে স্থায়ীভাবে এই জলাবদ্ধতার দূর হবে'।
বরগুনা জেলার বিশখালী নদীর মাঝে জেগে উঠেছে চর। সেই চরের নাম রুহিতা চর। নদীর এক পারে বামনা উপজেলা এবং অন্য পারে বেতাগী উপজেলা। মাঝখানে এই চরের অবস্থান। ভৌগোলিকভাবে এটি বামনার ম্যাপে পড়ে।
পায়রা নদীতে জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় উপকূলের ১৪ হাজার ৬৮৯ জেলে মানবেতর জীবনযাপন করছেন। সাগর মোহনার ডুবোচর খনন করে পায়রা নদীতে ইলিশ প্রবেশ ও প্রজনন কার্যক্রম সুগত করার দাবি জানিয়েছেন জেলেরা।
বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন অংশে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
সোমবার (৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিপুর বাজারস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার শয়নকক্ষ থেকে কাগজে মোড়ানো ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত সুমন ওই এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক প্রশিক্ষণ কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন কালচারাল কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত। শিল্পকলার প্রশিক্ষকদের সঙ্গে ওই কর্মকর্তার (অসিত) ব্যক্তিগত মতানৈক্য হওয়ায় সরকার নির্ধারিত কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের পোনাবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার গফরগাঁও-কিশোরগঞ্জ সড়কে চৌকা বাজার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।
জুলাই-আগস্ট আন্দোলনের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, দুর্নীতিমুক্ত, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সংগঠনের আত্মপ্রকাশ। পটুয়াখালীতে অফিস উদ্বোধন করা হবে।
গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ বছরের এক তরুণীসহ দুইজনের মৃত্যু হয়েছে। ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এ হাসপাতালে ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত ১ হাজার ৯১০ প্যাকেট কিংস ব্র্যান্ডের সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে।
পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২২০ গ্রাম ওজনের একটি বিশাল ইলিশ মাছ ৭ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে।
জুলাই আন্দোলনে শহীদদের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুপ্রিম মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার সৌজন্যে কোরআন খতম ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিমের নামে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জনৈক ব্যক্তির দেওয়া অভিযোগটি— মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে।