সিরিয়ায় নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাকের বিরুদ্ধে তুরস্কের স্বার্থ রক্ষার অভিযোগ এনেছে ইসরাইল। এছাড়াও ব্যারাক সিরিয়ার বিশেষ দূত হওয়ার পাশাপাশি তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত।
ইসরাইলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার ইসরাইলি সংবাদ মাধ্যম ওয়ালা’তে জানিয়েছেন, তেল আবিব ব্যারাকের বক্তব্য নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
ওই কর্মকর্তা বলেন, ‘ব্যারাক এমনভাবে কাজ করছেন যেন তিনি তুরস্কের রাষ্ট্রদূত এবং তার কাজগুলো মধ্যপ্রাচ্যের ঘটনাবলীতে নেতিবাচক প্রভাব ফেলছে।’
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে সম্প্রতি কাতারের দোহায় ব্যারাকের করা মন্তব্যের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি বলেছিলেন, ‘ইসরায়েল দাবি করতে পারে যে এটি একটি গণতন্ত্র। কিন্তু এই অঞ্চলে, যা সবচেয়ে ভালো কাজ করেছে - আপনি এটি পছন্দ করুন বা না করুন - তা হল একটি দানশীল রাজতন্ত্র।
ইসরাইলের ওই কর্মকর্তা জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ব্যারাককে ‘ইসরায়েলের প্রতি শত্রুতাপূর্ণ আচরণকারী ব্যক্তি হিসেবে দেখেন। তিনি বলেন, ‘ব্যারাক সিরিয়ার প্রতি তুরস্কের স্বার্থ দ্বারা অত্যধিক প্রভাবিত এবং আঙ্কারার স্বার্থ রক্ষাকারী রাষ্ট্রদূতের মতো আচরণ করেন।’

