জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির মাধ্যমে এমন অনেক কিছু অর্জন করা হয়েছে, যা কয়েক সপ্তাহ আগেও অসম্ভব মনে হচ্ছিল। গাজার জনগণের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের পথে কাজ শুরু হয়েছে।”
তুরস্কের চাপে গাজা শান্তি সম্মলনে বয়কট করা হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর উপস্থিতির বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় তুরস্ক ও ইরাক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্ভব করতে অসাধারণ সহায়তা করেছে কাতার ও তুরস্ক। চুক্তিটি সম্পন্ন করতে দুই দেশের সরকার যেভাবে সহযোগিতা করেছে, তা বিশাল। গত রোববার যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলে যাওয়ার আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।