তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা হবে বড় ‘ভুল’। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে ওয়াশিংটন ও তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন হাকান ফিদান। তিনি বলেন, ‘আবার যুদ্ধ শুরু করা ভুল হবে।’
দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সত্ত্বেও, একটি কূটনৈতিক সমাধানের সুযোগ এখনো আছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, ইরান আবারো পারমাণবিক কর্মসূচি ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আস্থা তৈরিতে ইরানের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, ‘তাদের (ইরানিদের) এই অঞ্চলে আস্থা তৈরি করতে হবে।’
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানের স্থিতিশীলতা আঞ্চলিক নিরাপত্তার জন্য জরুরি: তুরস্ক