আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি

আমার দেশ অনলাইন

ইরানের প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
ছবি: দ্য ডন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতার বিষয়ে কোনো আপস করা হবে না। শুক্রবার আংকারা সফরকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর দ্য ডনের।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সমস্যা সমাধানে মধ্যস্ততা করতে আগ্রহী তুরস্ক। পেন্টাগন জানিয়েছে, সেনাবাহিনী ইরান বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত রয়েছে। তবে ট্রাম্প বৃহস্পতিবার সুর নরম করে বলেন, ইরানের হামলা চালানোর প্রয়োজন না-ও হতে পারে। আলোচনা সম্ভব বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সংলাপের সম্ভাবনাকে স্বাগত জানালেও জাতীয় প্রতিরক্ষার বিষয়ে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বলতে চাই, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা কখনোই আলোচনার বিষয় হবে না।’

আরগচি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য ও সমতাভিত্তিক’ আলোচনার জন্য ইরান প্রস্তুত। তিনি বলেন, আলোচনায় ইরানের কোনো সমস্যা নেই, তবে হুমকির মুখে কোনো আলোচনা হতে পারে না।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...