সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বুধবার রিয়াদের আল-ইয়ামামা প্রাসাদে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন। খবর আনাদোলু এজেন্সির।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে চলমান বিভিন্ন উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়েও মতামত বিনিময় করেছেন তারা ।
গুতেরেস বর্তমানে আঞ্চলিক সফরে রয়েছেন, যার অংশ হিসেবে তিনি ১৪-১৫ ডিসেম্বর রিয়াদে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সভ্যতার জোটের ১১তম গ্লোবাল ফোরামে যোগ দিচ্ছেন। সফর শেষে তিনি ইরাকে জাতিসংঘ সহায়তা মিশন (ইউএনএএমআই) এর সমাপ্তি উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকার পরিকল্পনা করেছেন।
এছাড়া জাতিসংঘ প্রধান ওমান সফরেও যাবেন, যেখানে তিনি সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে ইয়েমেনসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

