আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রিয় হাদি

শিমুল বারী

প্রিয় হাদি

ক্ষমা করবেন হাদি?

আমরা ক্ষমার অযোগ্য।

বিজ্ঞাপন

আপনি যে বিশালত্ব—

তা বুঝে উঠতে বহু বছর লাগবে

এই ভূখণ্ডের মানুষের।

হয়তো বড় দল ক্ষমতায় উঠবে—

কিন্তু হাদি উঠেছিল

আগুন হয়ে,

বিবেক হয়ে,

বজ্র হয়ে!

কারণ ক্ষমতা টাকা দিয়ে কেনা যায়—

কিন্তু হাদিদের আত্মা

টাকা দিয়ে বশ মানে না।

ক্ষমতার বারান্দায়

টোকাই-ছাপরিদের ভিড়—

সুবিধার গন্ধ পেলে তারা দৌড়ায়,

চেয়ারের ছায়া দেখলে

লেজ নাড়ায়।

কিন্তু হাদি?

ওর লেজ নেই—

ওর আছে মেরুদণ্ড।

আছে আগুন।

আছে বিপ্লব।

যে হাদির নাম শুনে

টোকাইরা থুতু ছুঁড়ত,

গলায় কুকুরের সুর তুলত—

আজ সেই হাদির রক্ত ঝরতেই

তাদের মুখ তালাবদ্ধ,

চোখে ভয়,

গলায় কাঁটা।

কেননা সত্যের চিৎকারে

মিথ্যার সাহস সর্বদা

শূন্য হয়ে যায়।

হাদি আজ নেই।

হাদির মৃত্যু হয়েছে।

কিন্তু শুনে রাখুন—

হাদিরা হত্যা হয়,

হারায় না।

ওদের রক্ত পড়ে মাটিতে,

আর সেই মাটি

আগামী দিনের বিদ্রোহ হয়ে

উঠে দাঁড়ায়।

হাদিরা কখনো

ক্ষমতার দালান বানায় না—

তারা মানুষের বুকে

বিপ্লবের দুর্গ বানায়।

মনে রাখবেন—

টোকাইরা ঘোরে ক্ষমতার দালানে,

হাদিরা

ইতিহাসের বইয়ে

আগুন জ্বালে।

হাদির কথা ধরে রাখুন—

ওগুলো শুধু শব্দ নয়,

ওগুলো প্রজন্মের

যুদ্ধঘোষণা।

হাদি রক্ত দিয়েছে।

হাদি শহীদ হয়েছে।

এই প্রজন্ম শপথ নিক—

হাদিদের রক্ত ফুরালে

টোকাইদের রাজ্য

পড়ে যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন