
যে স্বপ্ন ছফাকে ঘুমোতে দেয়নি
ষাট দশকে আহমদ ছফার (১৯৪৩-২০০১) সাহিত্যকর্মের সূচনা (১৯৬৭) ঘটলেও তার সাহিত্যিক চিন্তার বিকাশ ও বিস্তার ঘটেছিল মূলত স্বাধীন বাংলাদেশে। স্বাধীন বাংলাদেশের জনমানুষের প্রত্যয় ও প্রত্যাশাকে আশ্রয় করেই তার সাহিত্যসম্ভার প্রস্ফুটিত হয়েছিল। মূলত একটি বৃহৎ পরিসর থেকে জনজীবন ও জগৎকে পর্যবেক্ষণ করেছিলেন তিনি।























