বিশ্বসাহিত্য
মিসরের শিশুসাহিত্য আজ অনুবাদের সীমা পেরিয়ে এটি এমন বিস্তৃত বাগানের রূপ নিয়েছে, যেখানে ঐতিহ্যের ফুল ও আধুনিকতার ফল পাশাপাশি থাকে ফুটে। অনুবাদ, মৌলিক রচনা, নীতি-শিক্ষা ও বিনোদন—সব মিলিয়ে এটি হয়ে উঠেছে নতুন প্রজন্মের জ্ঞান, কল্পনা ও স্বপ্নের অমূল্য ভান্ডার।