
দার্শনিক ও জ্ঞানতাপস মোহাম্মদ আজরফ ও তাঁর অবদান
প্রখ্যাত প্রবীণ শিক্ষাবিদ ও দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফের ইন্তেকালে দেশ ও জাতি একজন কৃতীসন্তান এবং জ্ঞানতাপসকেই হারালো; আমরা হারালাম একজন পরম শ্রদ্ধেয় জ্ঞানী, গুণী, অভিভাবক এবং অমায়িক ও স্নেহশীল ব্যক্তিত্বকে।





