
ব্রিটিশের প্রচারণার বদৌলত কিনা জানিনে, বাঙালি হিন্দুরা যখন ইংরেজি শিক্ষার আলো পেয়ে মৃত মুসলিমের-মরা হাতি তুর্কি-মুঘলের নিন্দাবাদে মুখর ও বিদ্বেষ-বিষ ছড়িয়ে কৃতার্থমন্য, তুর্কি-মুঘলের জ্ঞাতিত্ব গৌরব-গর্বী স্বল্পশিক্ষিত মুসলিম লিখিয়েরা তখন হীনমন্যতার লজ্জা গোপন করবার অপচেষ্টায় ভারতের সীমা অতিক্রম করে ম
ছেলেবেলায় আমার আম্মা১ তখনকার দিনের আমাদের মনিকার২ প্রজার মেয়েদের নিকট পুঁথি পড়ে আমাদের ঐতিহ্যের কাহিনী বর্ণনা করতেন। একটু বড় হওয়ার পর আমরা বেটাছেলেরা সে মহিলা-মজলিসে উপস্থিত হওয়ার অনুমতি পেতাম না। আম্মা যদিও কোনো ইস্কুলে পাঠ করেন নি তবুও গৃহশিক্ষকের নিকট উর্দু ও বাংলা পড়েছিলেন।
১৯৬৮ সালের ৭ই জুন তারিখে সারাদেশ মওলানা সাহেবের নিরানব্বইয়া জন্মবার্ষিকী ধুমধামের সহিত পালন করে। ঐদিন গোটা দেশবাসী হাত তুলিয়া মোনাজাত করে, মওলানা সাহেবকে আল্লাহ শতায়ু করুন।