আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তরুণ লেখকদের জন্য নতুন উদ্যোগ

বই লিখে শেষ করো

গুলজার গালিব খান
বই লিখে শেষ করো

আমেরিকান বেস্টসেলার লেখক জেমস প্যাটারসন তরুণ লেখকদের জন্য নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ ‘বই লিখে শেষ করো।’ সেসব লেখক আর্থিক জটিলতায় লেখা চালিয়ে যেতে পারেন না, তাদের অসমাপ্ত পাণ্ডুলিপি সমাপ্ত করার জন্যই এই উদ্যোগ।

জেমস প্যাটারসন বলেন, ‘জীবন বাধাগ্রস্ত হওয়ায় অনেক অবিশ্বাস্য গল্প লেখা হয়ে ওঠে না। আমি এমন লেখকদের একটু সময়, একটু জায়গা এবং একটা ধাক্কা দিতে চেয়েছিলাম। বলতে চেয়েছিলাম, তোমার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ, তোমার বইটি লিখে শেষ করো।’

বিজ্ঞাপন

‘গো ফিনিশ ইওর বুক’ প্রচারণায় পাওয়া অনুদান থেকে প্রথম ১২ লেখকের নাম ঘোষণা করেছেন জেমস প্যাটারসন । নির্বাচিত ১২ লেখকের প্রত্যেকে অসম্পূর্ণ পাণ্ডুলিপি সম্পূর্ণ করতে ৫০ হাজার ডলার বা ৬০ লাখ টাকা পর্যন্ত পাবেন।

প্যাটারসনের নতুন উদ্যোগটি আয়োজিত হয়েছে পেন আমেরিকা, অথরস গিল্ড, আইওয়া রাইটার্স ওয়ার্কশপসহ অন্যান্য সংস্থার অংশীদারত্বে। জমা পড়েছিল কয়েকশ পাণ্ডুলিপি। তা থেকে বাছাই করা হয় ১২টি। এর মধ্যে আছে স্মৃতিকথা থেকে গ্রাফিক উপন্যাসসহ বিভিন্ন ধরনের পাণ্ডুলিপি।

এর আগেও জেমস নিয়েছিলেন কয়েকটি প্রশংসিত উদ্যোগÑসাক্ষরতা কর্মসূচি, বইয়ের দোকানের কর্মচারী ও গ্রন্থাগারিকদের জন্য লাখ লাখ ডলার অনুদান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন