আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দ্বিঘাত সমীকরণ

রহমান হেনরী
দ্বিঘাত সমীকরণ

কেউ তাকে কখনো ডাকেনি

বিজ্ঞাপন

কিন্তু এক রক্তিম সকাল

নদী হলো—মৃত্যুর চোখের মতো লাল;

শাবল, হাতুড়ি, ইট, সিমেন্ট ও ছেনি

রাতারাতি, বেঁধে দিল পাকা শানঘাট

: সে কোথায়? পাতালে সম্রাট?

—‘তার নাম উচ্চারণ মানা’

মৃত্যুগন্ধী হাওয়াকে বললাম, যখন সে, বনসন্ধানী

বাতাস জবাব দিল, ‘জানি।

প্রত্যেকের চূড়ান্ত ঠিকানা

—রক্তনদী; কিংবা তার দু’পারের মাটি।’

আমার অন্তরে গেঁথে, স্থির হলো—সেই সন্ধ্যাটি।

জীবন—রক্তের মধ্যে স্রোতময় বেঁচে বেঁচে ক্ষীণ

তারপর, কোনো একদিন,

আততায়ী ওভাবেই খুন হয়ে যায়—

মাটি ও বাতাস আর বৃক্ষরূপনদী

মানুষের প্রতিহিংসা, যুদ্ধ, প্রেম—সমস্ত হারায়

নিরেট প্রকৃতি হয়ে জেগে থাকে

—ধ্বংসের চূড়ান্ত অবধি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন