মাইলস্টোনে নেমে এলো মৃত্যুর সীমার
হায় পুত্র! হায় কন্যা!
বুকের পাঁজর ভাঙা করুণ বিলাপ।
বাতাসে বাতাসে ওঠে
বুক ভাঙা আর্তনাদ ঢেউ
আমার পুত্র!
আমার কন্যা!
আমার বোন!
আমার ভাগ্নি!
আমার কলজে ছেঁড়া ভ্রাতুষ্পুত্রকে এনে দাও কেউ!
বাতাসে করুণ কণ্ঠ
‘ও বাবারে তুই কই!’
কারবালার মাতমে দিয়াবাড়ি বিষাদময়
আল্লা গো বলে ফিট খাওয়া মায়ের জবান।
তুরাগের দিয়াবাড়ি ফুরাতের হাহাকারে
বুক চাপড়ানো দুই চোখে নেমে আসে ফোরাতের শোকাবহ ঢল
বাংলাদেশ বেদনাহত
সব বুকে ঝড় বহে!
চোখে চোখে
নেমে আসে বেদনার অবাধ স্রোতে জমুনার জল।
মাইলস্টোন! দাউ দাউ আগুনে পোড়া পোড়া নিষ্পাপ শিশুদের দেহ নাই, ছাই।
দিয়াবাড়ি, তুরাগের তীরে জমা মায়েদের বুকে বুকে ফোরাতের শোক
আমৃত্যু আরোগ্য হবে না আর তাদের এই কারবালা অসুখ।

