আবদুল হাই শিকদার
সাঈদ সাঈদ বলে ডেকে ডেকে পাড়া মাত করি,
ও পুত্র, বাপ আমার, ফিরে আয় আগ্নেয় মশাল ধরি।
পাললিক দেশ আজ পৃথিবীর কসাইখানা,
হাজার লাশের উপর ক্রূর হাসে পিশাচের ডানা।
তবু তোর রক্তে রেঙে ঘরে ঘরে জেগেছে তরুণ,
গোরগুলো লালে লাল চায় শুধু ড্রাকুলার খুন।
ফিরে আয় ও হোসেন, কারবালা ডোবে নির্মমতায়,
তোরই খুনে প্রিয় ভূমি মানবিক দীপ্ত সহায়।
‘হিতজ্ঞানবাণী’ তুই রংপুরের হেয়াত মামুদ,
তারই ‘জঙ্গনামা’ তুই গর্বিত রোকেয়ার পুত।
তোরই নামে তীর্থ আজ বাবনপুর গ্রাম—
এ গ্রাম আজ বাংলাদেশ, কোটি কোটি মানুষের নাম।
রাষ্ট্র উদ্ধারে আজ আসমুদ্র স্বদেশ ব্যাকুল,
ফ্যাসিবাদমুক্ত দেশে ফুটবেই পলাশ-শিমুল।
এ ভূমির সবাই আজ তোর মতো সাঈদ সাঈদ,
সম্মিলিত স্বপ্ন চায় রাহুমুক্ত পবিত্র ঈদ।
ফিরে আয় হে সন্তান, ফিরে আয় শূন্য এ বুকে—
অমানুষ উৎখাত করে মরি ফের সগৌরব সুখে।
সাঈদ সাঈদ বলে ডেকে ডেকে পাড়া মাত করি,
ও পুত্র, বাপ আমার, ফিরে আয় আগ্নেয় মশাল ধরি।
পাললিক দেশ আজ পৃথিবীর কসাইখানা,
হাজার লাশের উপর ক্রূর হাসে পিশাচের ডানা।
তবু তোর রক্তে রেঙে ঘরে ঘরে জেগেছে তরুণ,
গোরগুলো লালে লাল চায় শুধু ড্রাকুলার খুন।
ফিরে আয় ও হোসেন, কারবালা ডোবে নির্মমতায়,
তোরই খুনে প্রিয় ভূমি মানবিক দীপ্ত সহায়।
‘হিতজ্ঞানবাণী’ তুই রংপুরের হেয়াত মামুদ,
তারই ‘জঙ্গনামা’ তুই গর্বিত রোকেয়ার পুত।
তোরই নামে তীর্থ আজ বাবনপুর গ্রাম—
এ গ্রাম আজ বাংলাদেশ, কোটি কোটি মানুষের নাম।
রাষ্ট্র উদ্ধারে আজ আসমুদ্র স্বদেশ ব্যাকুল,
ফ্যাসিবাদমুক্ত দেশে ফুটবেই পলাশ-শিমুল।
এ ভূমির সবাই আজ তোর মতো সাঈদ সাঈদ,
সম্মিলিত স্বপ্ন চায় রাহুমুক্ত পবিত্র ঈদ।
ফিরে আয় হে সন্তান, ফিরে আয় শূন্য এ বুকে—
অমানুষ উৎখাত করে মরি ফের সগৌরব সুখে।
গাজা পুনরুদ্ধারের এই সময়ে ‘ফিলিস্তিন সাংস্কৃতিক পুরস্কার’ ঘোষণা করেছে ‘ফিলিস্তিন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট’। ১৩তম আসরের মূল থিম নির্ধারণ করা হয়েছে—‘জেরুজালেম, গাজা উপত্যকা, গোটা ফিলিস্তিন ও জায়নবাদের বিরোধিতা’।
৩ দিন আগেএকশ বছর আগের কথা। ১৮৮৯ সাল। তুরিনে আজকের মতোই এক দিনে ফ্রিডরিখ নিৎশে কার্লো আলবার্তো পথের ৬ নম্বর বাড়ির ফটক দিয়ে বেরিয়ে আসেন। কখনো হাঁটতে বের হতেন, আবার কখনো পোস্ট অফিসে চিঠিপত্র তুলতে যেতেন।
৪ দিন আগেবাইতুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী আয়োজিত ইসলামি বইমেলায় প্রতিদিনই জড়ো হন হাজারো মানুষ। বিশেষত সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বইপ্রেমীদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। আর এই জনস্রোতের কেন্দ্রবিন্দুতে রয়েছে একদল স্বপ্নবাজ তরুণের হাতে গড়া ‘লিটলম্যাগ কর্নার’।
৪ দিন আগেইসলাম-পূর্ব সময়ে এক ভয়ংকর অন্ধকারে নিমজ্জিত হয়েছিল যেন আরবরা। সমগ্র আরবে চলছিল ভয়াবহ অরাজকতা। গোত্রে গোত্রে শত্রুতা। সারাক্ষণ একে অন্যের ক্ষতি করার চেষ্টায় রত। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মারামারি থেকে শুরু করে যুদ্ধে জড়িয়ে পড়া; বছরের পর বছর ধরে সেই যুদ্ধ চলা।
৪ দিন আগে