জুলাইয়ে রচিত কবিতা ‘সাঈদ’

আবদুল হাই শিকদার
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৫: ৪৪
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৫: ৫৬

সাঈদ সাঈদ বলে ডেকে ডেকে পাড়া মাত করি,

ও পুত্র, বাপ আমার, ফিরে আয় আগ্নেয় মশাল ধরি।

বিজ্ঞাপন

পাললিক দেশ আজ পৃথিবীর কসাইখানা,

হাজার লাশের উপর ক্রূর হাসে পিশাচের ডানা।

তবু তোর রক্তে রেঙে ঘরে ঘরে জেগেছে তরুণ,

গোরগুলো লালে লাল চায় শুধু ড্রাকুলার খুন।

ফিরে আয় ও হোসেন, কারবালা ডোবে নির্মমতায়,

তোরই খুনে প্রিয় ভূমি মানবিক দীপ্ত সহায়।

‘হিতজ্ঞানবাণী’ তুই রংপুরের হেয়াত মামুদ,

তারই ‘জঙ্গনামা’ তুই গর্বিত রোকেয়ার পুত।

তোরই নামে তীর্থ আজ বাবনপুর গ্রাম—

এ গ্রাম আজ বাংলাদেশ, কোটি কোটি মানুষের নাম।

রাষ্ট্র উদ্ধারে আজ আসমুদ্র স্বদেশ ব্যাকুল,

ফ্যাসিবাদমুক্ত দেশে ফুটবেই পলাশ-শিমুল।

এ ভূমির সবাই আজ তোর মতো সাঈদ সাঈদ,

সম্মিলিত স্বপ্ন চায় রাহুমুক্ত পবিত্র ঈদ।

ফিরে আয় হে সন্তান, ফিরে আয় শূন্য এ বুকে—

অমানুষ উৎখাত করে মরি ফের সগৌরব সুখে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত