
শীত না যেতেই বৃষ্টির আভাস
দেশে শীতের প্রকোপ না কাটতেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আগামী পাঁচ দিন আবহাওয়ার বড় কোনো পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

দেশে শীতের প্রকোপ না কাটতেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আগামী পাঁচ দিন আবহাওয়ার বড় কোনো পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

চুয়াডাঙ্গায় আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস । সে তুলনায় গত চার দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমেছে।

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে গত কয়েক দিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে।

সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে অস্বাভাবিক হারে। রোববার (১৮ জানুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস; যা আগের দিন শনিবার ফেনীতে ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; এর আগের দিন শুক্রবার রেকর্ড করা হয়েছিল টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্যপ্রবাহ উধাও

















ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়তে পারে

