ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত জারি করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এ পরিণত হয়েছে।
যার গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার থেকে দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে।

