
বেশির ভাগ থাইরয়েড ক্যান্সার চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়
সোমবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ব্লক অডিটোরিয়ামে ‘থাইরয়েড নডুল অ্যান্ড ক্যান্সার: আপডেট অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।

সোমবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ব্লক অডিটোরিয়ামে ‘থাইরয়েড নডুল অ্যান্ড ক্যান্সার: আপডেট অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।

প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের সই বাধ্যতামূলক করে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনাকে ‘অযৌক্তিক’ ও ‘বৈষম্যমূলক’ বলে আখ্যা দিয়েছেন বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজিস্টরা।

শীতকালে সর্দি-কাশি ও জ্বর যেন অতি স্বাভাবিক বিষয় হয়ে ওঠে। কিন্তু এই পরিচিত উপসর্গগুলোর আড়ালে নীরবে বাসা বাঁধে একটি মারাত্মক রোগ—নিউমোনিয়া। বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। সময়মতো সতর্কতা ও চিকিৎসা না নিলে নিউমোনিয়া প্রাণঘাতী হতে

নাক, কান ও গলা—এই তিনটি অঙ্গ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—সবকিছুই এগুলোর ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এসব অঙ্গে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে। তবে কিছু সহজ ও সচেতন অভ্যাস গড়ে তুললে নাক-কান-গলার বহু সমস













সংবাদ সম্মেলনে বক্তারা





কর্মশালায় বক্তারা

