বিসিএস’এ বয়সসীমা ৩৪ বছর নির্ধারণসহ চার দফা দাবি জানিয়েছে ‘পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ’ নামের একটি সংগঠন ।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৮৮। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর প্রায় ৫৪ শতাংশই বরিশাল বিভাগের বাসিন্দা। দ্বিতীয় সর্বোচ্চ রোগী চট্টগ্রাম বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।
বকেয়া পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস-ইআরপিপি প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা।
গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্তে ১০৮ জন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ৮২ ভাগই দক্ষিণের জেলা বরিশালের বাসিন্দা। সব মিলিয়ে চলতি বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪১১ জনে পৌঁছেছে।
বর্ষাকাল শুধু প্রকৃতির শান্তি ও সৌন্দর্যের বাহক নয়, একই সঙ্গে এটি রোগব্যাধিরও উৎকৃষ্ট সময়। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা, অপরিষ্কার পরিবেশ এবং খাদ্য ও পানির দূষণ—সব মিলিয়ে এই ঋতুতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে।
গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্তে ২৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২৬১ জনই দক্ষিণের জেলা বরিশালের বাসিন্দা। সব মিলিয়ে চলতি বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৩০৩ জনে পৌঁছেছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে।
গ্রীষ্মের শেষে ও শীতের শুরুতে ঋতুভিত্তিক ফ্লু বা সিজনাল ইনফ্লুয়েঞ্জার প্রকোপ লক্ষ করা যায়। প্রতিবছর এ সময়টায় দেশের নানা প্রান্তে হাজার হাজার মানুষ সর্দি-জ্বর, গলাব্যথা, হাঁচি-কাশি ও শরীর ব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন।
করোনার নতুন ভ্যারিয়েন্ট
আইসিডিডিআরবির গবেষকেরা জানান, করোনার আরও দুটি নতুন ধরন— এক্সএফজি ও এক্সএফসি শনাক্ত হয়েছে, যেগুলো অমিক্রন জেএন ১-এর উপধরন এবং সংক্রমণ ক্ষমতা বেশি। এই পরিস্থিতিতে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
কোরবানির ঈদের পর প্রতিটি পরিবারেই নিয়মিত খাবারের তালিকায় থাকে গরু কিংবা খাসির গোশত। কিন্তু নিয়মিত হাই প্রোটিন সমৃদ্ধ এ ধরনের গোশত খাওয়া কি ঠিক, কী বলছেন বিশেষজ্ঞরা? পুষ্টিবিদদের মতে, নিয়মিত উচ্চ প্রোটিন সমৃদ্ধ গোশত গ্রহণে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি।
গত একদিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গিলবার্ট সিনড্রোম (Gilbert's Syndrome) একটি সাধারণ ও বংশগত লিভার ডিসঅর্ডার, যা রক্তে বিলিরুবিনের মাত্রা সাময়িকভাবে বাড়িয়ে দেয়। এটি একটি হালকা অবস্থা এবং সাধারণত কোনো গুরুতর সমস্যা সৃষ্টি করে না।
‘আমার বাচ্চা কিছুই খেতে চায় না’—এই অভিযোগ প্রায় প্রতিদিনই শোনা যায়। বিশেষ করে এক থেকে পাঁচ বছর বয়সের শিশুরা হঠাৎ খাওয়া কমিয়ে দেয়, পছন্দের খাবারেও মুখ ঘুরিয়ে নেয়। কেউ কেউ সারা দিন শুধু দুধ খেতে চায়, কেউ আবার কেবল ভাজাপোড়া, বাইরের খাবার বা মিষ্টির জন্য কান্নাকাটি করে।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২১ জনের নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।
ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ আনন্দঘন উৎসব। আমাদের দেশে এই ঈদ কোরবানির ঈদ নামেই পরিচিত। যার মূল আনুষ্ঠানিকতা পশু কোরবানির মাধ্যমে আদায় হয়। গরু, মহিষ, খাসি বা ভেড়া কোরবানি দিয়ে ধর্মীয় বিধান পালনের পাশাপাশি মানুষের খাদ্যতালিকায় স্থান করে নেয় রেডমিট বা লাল মাংস।
ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের সদ্য বিলুপ্ত কমিটি।