চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গেলো। গত ২৪ ঘণ্টায় সারা দেশে রোগটিতে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫৩ জন। অন্যদিকে একই সময়ে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮১৪ জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ হাজার ৬০৫ জন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৪৯ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৬০ হাজার ৭৯১ জনে দাঁড়িয়েছে।
সরকারি হাসপাতালের রোগী বেসরকারি হাসপাতালে পাঠিয়ে চিকিৎসকের কমিশন গ্রহণের সংবাদ প্রকাশ করেছিল দৈনিক আমার দেশ। এমন খবরের পর তদন্তের পর সেই চিকিৎসককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।