আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনএইচএনের সভায় বক্তারা

আক্রান্ত অর্ধেকের বেশি মানুষ জানেন না তারা ডায়াবেটিস রোগী

স্টাফ রিপোর্টার

আক্রান্ত অর্ধেকের বেশি মানুষ জানেন না তারা ডায়াবেটিস রোগী

দেশে এখনও অর্ধেকের বেশি ডায়াবেটিস রোগী জানেন না যে— তারা ডায়াবেটিস আক্রান্ত। তাই ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশের অঙ্গ-প্রতিষ্ঠান ন্যাশন্যাল হেলথ কেয়ার নেটওয়ার্কের (এনএইচএন) মাধ্যমে এসব মানুষকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এনএইচএনের পঞ্চম সভায় এসব কথা জানান বক্তারা।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য দেন- এনএইচএনের প্রধান নিবাহী প্রফেসর ডা. এম এ সামাদ, এনএইচএনের বোর্ড অব এডভাইজারস কমিটির চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির, প্রফেসর এমিরাটস ডা. হাজেরা মাহতাব ও ডায়াবেটিক এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সাইফ উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন- শিল্পপতি নাসিম মঞ্জুর, ডায়াবেটিক এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মুয়িদ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা রশিদ ই মাহবুব, এনএইচএন বোর্ডের মেম্বার শহিদুল হাসান, হানিফ মাহতাব ও কার্যনিবাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. কায়সার আলম চৌধুরী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন