সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন বরিশাল বিভাগ এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৩৫৬ জন। একই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯ হাজার ৪৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে বরিশাল বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই জন। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এক জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ ও খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬২৮ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৬ হাজার ৩৩১ জন।

