
মেট্রোরেলে চলার সহবত
‘মা একটু বসার সুযোগ দেবেন? আমি অসুস্থ!’ মেট্রোরেলের মহিলা কামরায় বসা যাত্রীদের উদ্দেশে ষাটোর্ধ্ব এক যাত্রীর আকুতি। বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। বসা যাত্রীরা সবাই যে যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত। চারপাশের কোনো কিছু চোখ তুলে তাকিয়ে দেখার বা কারো কথায় কর্ণপাত করার মতো এতটুকু অবকাশ তাদের নেই























