আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দক্ষিণ বনশ্রীতে উদ্যোক্তাদের মিলনমেলা

ফিয়াদ নওশাদ ইয়ামিন
দক্ষিণ বনশ্রীতে উদ্যোক্তাদের মিলনমেলা

ঢাকার দক্ষিণ বনশ্রীর রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে ১২ থেকে ১৪ অক্টোবর উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। বিএইচ বিজনেস ক্লাব এ বর্ণিল উদ্যোক্তা মেলার আয়োজন করে। ‘উদ্যোক্তা মেলা ২০২৫’ শুধু একটি ব্যবসায়িক প্রদর্শনী ছিল না, বরং স্বপ্নবাজ তরুণ-তরুণী, উদ্যোক্তা ও সৃজনশীল মানুষের এক প্রাণের আসর ছিল। এখানে ব্যবসা, সংস্কৃতি, প্রযুক্তি আর বিনোদন মিলেমিশে তৈরি করেছে এক আন্তর্জাতিক মানের আয়োজন।

মেলায় সাজানো হয়েছিল ২৫টিরও বেশি বৈচিত্র্যময় শপিং স্টল। আধুনিক ফ্যাশন, মেনসওয়্যার, বেবি কালেকশন, জুয়েলারি ও এক্সেসরিজ, ব্যাগ ও শু কালেকশন, হোম ডেকর, কিচেন, কসমেটিকস ও স্কিন কেয়ার—সবকিছুই যেন ছিল এক ছাদের নিচে। শুধু কেনাকাটাই নয়, খাবারের কর্নারে কেক, স্ন্যাকস, কফি ও হোমমেড ডেজার্ট দর্শনার্থীদের দিয়েছে আড্ডা ও স্বাদের আনন্দ। তবে এবারের মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল এন্টারটেইনমেন্ট সেকশন। বিশেষ করে ভার্চুয়াল গেম কর্নার শিশু-কিশোরদের মাতিয়ে তোলে। আধুনিক প্রযুক্তির স্পর্শে বাচ্চারা গেমের জগতে ডুবে যায়, আর অভিভাবকেরা মুগ্ধ হয়ে দেখেন তাদের উচ্ছ্বাস। সন্ধ্যা নামতেই মঞ্চে শুরু হয় সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা, যা পুরো মেলায় উৎসবের আবহ ছড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

দর্শনার্থীদের জন্য ছিল নানা ধরনের ছাড় ও উপহার, যা কেনাকাটাকে করেছে লাভজনক এবং উৎসবকে করেছে আরো প্রাণবন্ত। মেলার অনন্য দিক ছিল উদ্যোক্তাদের সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ। অনেক উদ্যোক্তা যারা আগে কখনো স্টল দেননি এবং কেবল অনলাইনেই সীমাবদ্ধ ছিলেন, তারা প্রথমবারের মতো অফলাইন মেলায় দাঁড়িয়ে সরাসরি ক্রেতাদের কাছ থেকে প্রশংসা বা পরামর্শ শুনেছেন। এতে যেমন তারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন, তেমনি ব্যবসার নতুন দিগন্তও খুঁজে পেয়েছেন।

এই সাফল্যের নেপথ্যে আছেন বিএইচ বিজনেস ক্লাবের স্বপ্নদ্রষ্টা জান্নাতুল ফেরদৌস জান্নাত। তিনি শুধু একটি ক্লাব গড়ে তোলেননি, বরং উদ্যোক্তা গড়ার জন্য তৈরি করেছেন একটি সহায়ক প্ল্যাটফর্ম। অনলাইন উদ্যোক্তাদের সামাজিক মাধ্যমের পাশাপাশি অফলাইনেও নেটওয়ার্ক বাড়াতে তিনি দেন সর্বোচ্চ সহায়তা।

ঈদসহ বিশেষ দিবস ঘিরে তিনি আয়োজন করেন উদ্যোক্তা উৎসব ও মেলা, যেখানে অংশ নিতে উদ্যোক্তাদের লাগে মাত্র নামমাত্র ফি। যদি কোনো উদ্যোক্তার স্টল নেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে জান্নাত নিজের খরচে তাদের সহায়তা করেন। এমনকি প্রচারের জন্য মিডিয়া কাভারেজ থেকে শুরু করে জনপ্রিয় তারকা ও মডেলদের মাধ্যমেও তিনি উদ্যোক্তাদের উৎসাহিত করেন এবং পণ্য প্রচারে সহায়তা করেন। তার লক্ষ্য শুধু ব্যবসার সুযোগ তৈরি করা নয়, বরং নারী ও তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন জাগানো, তাদের আত্মবিশ্বাসী করে তোলা এবং নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ তৈরি করা। মেলার মাধ্যমে তিনি দেখিয়েছেন, উদ্যোক্তা মানে শুধু অর্থ উপার্জন নয়; বরং এটি সম্পর্ক তৈরি, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সমাজে নিজের পরিচয় প্রতিষ্ঠার এক অনন্য পথ।

বাংলাদেশে যখন অসংখ্য তরুণ-তরুণী শিক্ষাজীবন শেষে বেকারত্বের অন্ধকারে দিশাহারা, তখন বিএইচ বিজনেস ক্লাব হয়ে উঠেছে এক আলোকবর্তিকা। এই ক্লাব শেখাচ্ছে, উদ্যোক্তা হওয়া মানে কেবল আয় নয়—এটি আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ও সমাজ পরিবর্তনের শক্তি। তাই দক্ষিণ বনশ্রীতে তিন দিনের এই উদ্যোক্তা মেলা শুধু একটি প্রদর্শনী নয়, বরং হয়ে উঠেছে এক স্বপ্নযাত্রার উৎসব, যেখানে ব্যবসা, সংস্কৃতি, প্রযুক্তি আর বিনোদন মিলেমিশে তৈরি করেছে নতুন উদ্যোক্তাদের স্বপ্নের মঞ্চ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন