ফিয়াদ নওশাদ ইয়ামিন
ঢাকার দক্ষিণ বনশ্রীর রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে ১২ থেকে ১৪ অক্টোবর উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। বিএইচ বিজনেস ক্লাব এ বর্ণিল উদ্যোক্তা মেলার আয়োজন করে। ‘উদ্যোক্তা মেলা ২০২৫’ শুধু একটি ব্যবসায়িক প্রদর্শনী ছিল না, বরং স্বপ্নবাজ তরুণ-তরুণী, উদ্যোক্তা ও সৃজনশীল মানুষের এক প্রাণের আসর ছিল। এখানে ব্যবসা, সংস্কৃতি, প্রযুক্তি আর বিনোদন মিলেমিশে তৈরি করেছে এক আন্তর্জাতিক মানের আয়োজন।
মেলায় সাজানো হয়েছিল ২৫টিরও বেশি বৈচিত্র্যময় শপিং স্টল। আধুনিক ফ্যাশন, মেনসওয়্যার, বেবি কালেকশন, জুয়েলারি ও এক্সেসরিজ, ব্যাগ ও শু কালেকশন, হোম ডেকর, কিচেন, কসমেটিকস ও স্কিন কেয়ার—সবকিছুই যেন ছিল এক ছাদের নিচে। শুধু কেনাকাটাই নয়, খাবারের কর্নারে কেক, স্ন্যাকস, কফি ও হোমমেড ডেজার্ট দর্শনার্থীদের দিয়েছে আড্ডা ও স্বাদের আনন্দ। তবে এবারের মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল এন্টারটেইনমেন্ট সেকশন। বিশেষ করে ভার্চুয়াল গেম কর্নার শিশু-কিশোরদের মাতিয়ে তোলে। আধুনিক প্রযুক্তির স্পর্শে বাচ্চারা গেমের জগতে ডুবে যায়, আর অভিভাবকেরা মুগ্ধ হয়ে দেখেন তাদের উচ্ছ্বাস। সন্ধ্যা নামতেই মঞ্চে শুরু হয় সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা, যা পুরো মেলায় উৎসবের আবহ ছড়িয়ে দেয়।
দর্শনার্থীদের জন্য ছিল নানা ধরনের ছাড় ও উপহার, যা কেনাকাটাকে করেছে লাভজনক এবং উৎসবকে করেছে আরো প্রাণবন্ত। মেলার অনন্য দিক ছিল উদ্যোক্তাদের সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ। অনেক উদ্যোক্তা যারা আগে কখনো স্টল দেননি এবং কেবল অনলাইনেই সীমাবদ্ধ ছিলেন, তারা প্রথমবারের মতো অফলাইন মেলায় দাঁড়িয়ে সরাসরি ক্রেতাদের কাছ থেকে প্রশংসা বা পরামর্শ শুনেছেন। এতে যেমন তারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন, তেমনি ব্যবসার নতুন দিগন্তও খুঁজে পেয়েছেন।
এই সাফল্যের নেপথ্যে আছেন বিএইচ বিজনেস ক্লাবের স্বপ্নদ্রষ্টা জান্নাতুল ফেরদৌস জান্নাত। তিনি শুধু একটি ক্লাব গড়ে তোলেননি, বরং উদ্যোক্তা গড়ার জন্য তৈরি করেছেন একটি সহায়ক প্ল্যাটফর্ম। অনলাইন উদ্যোক্তাদের সামাজিক মাধ্যমের পাশাপাশি অফলাইনেও নেটওয়ার্ক বাড়াতে তিনি দেন সর্বোচ্চ সহায়তা।
ঈদসহ বিশেষ দিবস ঘিরে তিনি আয়োজন করেন উদ্যোক্তা উৎসব ও মেলা, যেখানে অংশ নিতে উদ্যোক্তাদের লাগে মাত্র নামমাত্র ফি। যদি কোনো উদ্যোক্তার স্টল নেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে জান্নাত নিজের খরচে তাদের সহায়তা করেন। এমনকি প্রচারের জন্য মিডিয়া কাভারেজ থেকে শুরু করে জনপ্রিয় তারকা ও মডেলদের মাধ্যমেও তিনি উদ্যোক্তাদের উৎসাহিত করেন এবং পণ্য প্রচারে সহায়তা করেন। তার লক্ষ্য শুধু ব্যবসার সুযোগ তৈরি করা নয়, বরং নারী ও তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন জাগানো, তাদের আত্মবিশ্বাসী করে তোলা এবং নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ তৈরি করা। মেলার মাধ্যমে তিনি দেখিয়েছেন, উদ্যোক্তা মানে শুধু অর্থ উপার্জন নয়; বরং এটি সম্পর্ক তৈরি, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সমাজে নিজের পরিচয় প্রতিষ্ঠার এক অনন্য পথ।
বাংলাদেশে যখন অসংখ্য তরুণ-তরুণী শিক্ষাজীবন শেষে বেকারত্বের অন্ধকারে দিশাহারা, তখন বিএইচ বিজনেস ক্লাব হয়ে উঠেছে এক আলোকবর্তিকা। এই ক্লাব শেখাচ্ছে, উদ্যোক্তা হওয়া মানে কেবল আয় নয়—এটি আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ও সমাজ পরিবর্তনের শক্তি। তাই দক্ষিণ বনশ্রীতে তিন দিনের এই উদ্যোক্তা মেলা শুধু একটি প্রদর্শনী নয়, বরং হয়ে উঠেছে এক স্বপ্নযাত্রার উৎসব, যেখানে ব্যবসা, সংস্কৃতি, প্রযুক্তি আর বিনোদন মিলেমিশে তৈরি করেছে নতুন উদ্যোক্তাদের স্বপ্নের মঞ্চ।
ঢাকার দক্ষিণ বনশ্রীর রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে ১২ থেকে ১৪ অক্টোবর উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। বিএইচ বিজনেস ক্লাব এ বর্ণিল উদ্যোক্তা মেলার আয়োজন করে। ‘উদ্যোক্তা মেলা ২০২৫’ শুধু একটি ব্যবসায়িক প্রদর্শনী ছিল না, বরং স্বপ্নবাজ তরুণ-তরুণী, উদ্যোক্তা ও সৃজনশীল মানুষের এক প্রাণের আসর ছিল। এখানে ব্যবসা, সংস্কৃতি, প্রযুক্তি আর বিনোদন মিলেমিশে তৈরি করেছে এক আন্তর্জাতিক মানের আয়োজন।
মেলায় সাজানো হয়েছিল ২৫টিরও বেশি বৈচিত্র্যময় শপিং স্টল। আধুনিক ফ্যাশন, মেনসওয়্যার, বেবি কালেকশন, জুয়েলারি ও এক্সেসরিজ, ব্যাগ ও শু কালেকশন, হোম ডেকর, কিচেন, কসমেটিকস ও স্কিন কেয়ার—সবকিছুই যেন ছিল এক ছাদের নিচে। শুধু কেনাকাটাই নয়, খাবারের কর্নারে কেক, স্ন্যাকস, কফি ও হোমমেড ডেজার্ট দর্শনার্থীদের দিয়েছে আড্ডা ও স্বাদের আনন্দ। তবে এবারের মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল এন্টারটেইনমেন্ট সেকশন। বিশেষ করে ভার্চুয়াল গেম কর্নার শিশু-কিশোরদের মাতিয়ে তোলে। আধুনিক প্রযুক্তির স্পর্শে বাচ্চারা গেমের জগতে ডুবে যায়, আর অভিভাবকেরা মুগ্ধ হয়ে দেখেন তাদের উচ্ছ্বাস। সন্ধ্যা নামতেই মঞ্চে শুরু হয় সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা, যা পুরো মেলায় উৎসবের আবহ ছড়িয়ে দেয়।
দর্শনার্থীদের জন্য ছিল নানা ধরনের ছাড় ও উপহার, যা কেনাকাটাকে করেছে লাভজনক এবং উৎসবকে করেছে আরো প্রাণবন্ত। মেলার অনন্য দিক ছিল উদ্যোক্তাদের সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ। অনেক উদ্যোক্তা যারা আগে কখনো স্টল দেননি এবং কেবল অনলাইনেই সীমাবদ্ধ ছিলেন, তারা প্রথমবারের মতো অফলাইন মেলায় দাঁড়িয়ে সরাসরি ক্রেতাদের কাছ থেকে প্রশংসা বা পরামর্শ শুনেছেন। এতে যেমন তারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন, তেমনি ব্যবসার নতুন দিগন্তও খুঁজে পেয়েছেন।
এই সাফল্যের নেপথ্যে আছেন বিএইচ বিজনেস ক্লাবের স্বপ্নদ্রষ্টা জান্নাতুল ফেরদৌস জান্নাত। তিনি শুধু একটি ক্লাব গড়ে তোলেননি, বরং উদ্যোক্তা গড়ার জন্য তৈরি করেছেন একটি সহায়ক প্ল্যাটফর্ম। অনলাইন উদ্যোক্তাদের সামাজিক মাধ্যমের পাশাপাশি অফলাইনেও নেটওয়ার্ক বাড়াতে তিনি দেন সর্বোচ্চ সহায়তা।
ঈদসহ বিশেষ দিবস ঘিরে তিনি আয়োজন করেন উদ্যোক্তা উৎসব ও মেলা, যেখানে অংশ নিতে উদ্যোক্তাদের লাগে মাত্র নামমাত্র ফি। যদি কোনো উদ্যোক্তার স্টল নেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে জান্নাত নিজের খরচে তাদের সহায়তা করেন। এমনকি প্রচারের জন্য মিডিয়া কাভারেজ থেকে শুরু করে জনপ্রিয় তারকা ও মডেলদের মাধ্যমেও তিনি উদ্যোক্তাদের উৎসাহিত করেন এবং পণ্য প্রচারে সহায়তা করেন। তার লক্ষ্য শুধু ব্যবসার সুযোগ তৈরি করা নয়, বরং নারী ও তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন জাগানো, তাদের আত্মবিশ্বাসী করে তোলা এবং নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ তৈরি করা। মেলার মাধ্যমে তিনি দেখিয়েছেন, উদ্যোক্তা মানে শুধু অর্থ উপার্জন নয়; বরং এটি সম্পর্ক তৈরি, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সমাজে নিজের পরিচয় প্রতিষ্ঠার এক অনন্য পথ।
বাংলাদেশে যখন অসংখ্য তরুণ-তরুণী শিক্ষাজীবন শেষে বেকারত্বের অন্ধকারে দিশাহারা, তখন বিএইচ বিজনেস ক্লাব হয়ে উঠেছে এক আলোকবর্তিকা। এই ক্লাব শেখাচ্ছে, উদ্যোক্তা হওয়া মানে কেবল আয় নয়—এটি আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ও সমাজ পরিবর্তনের শক্তি। তাই দক্ষিণ বনশ্রীতে তিন দিনের এই উদ্যোক্তা মেলা শুধু একটি প্রদর্শনী নয়, বরং হয়ে উঠেছে এক স্বপ্নযাত্রার উৎসব, যেখানে ব্যবসা, সংস্কৃতি, প্রযুক্তি আর বিনোদন মিলেমিশে তৈরি করেছে নতুন উদ্যোক্তাদের স্বপ্নের মঞ্চ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে