আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাবিয়ান ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

জাবিয়ান ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
জাবিয়ান ক্লাবের প্রথম সভা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত জাবিয়ান ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের আয়-ব্যয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) মিরপুরে সকালে কাজী মর্নিং গ্লোরি হলে ক্লাবটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইসির ২১ সদস্যের মধ্যে ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন। সভা চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

ক্লাবের সভাপতি ড. ফাহমিদা খাতুন দেশের বাইরে থাকায় এতে সভাপতিত্ব করেন সহ-সভাপতি তাহিয়াত হোসেন।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে আইনের উপধারা ২৯ অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের ক্লাবের উদ্যোগ এটাই প্রথম। নিবন্ধনের নিয়ম অনুযায়ী পরিচালকদের প্রথম সভা আয়োজন করতে হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন