আমরা যাকে বাইন মাছ বলি, ইংরেজিতে তাকে ইল (Eel) বলা হয়। ইল সাধারণত সমুদ্রে বাস করে। তবে কোনো কোনো প্রজাতির ইল মাছকে নদীতেও দেখতে পাওয়া যায়। এরা সবাই বিপজ্জনক নয়। তবে কঙ্গারজাতীয় ইল বিপজ্জনক হয়। মোরে ইল (Morey Eel) কঙ্গার জাতীয়দের মধ্যে অন্যতম।
ওয়ালরাস (Walrus) স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী। প্রাণিজগতে দুই ধরনের ওয়ালরাস রয়েছে। এরা হলো আটলান্টিক ওয়ালরাস ও প্যাসিফিক ওয়ালরাস। এদের বাস উত্তর মেরুর কাছাকাছি সাইবেরিয়া, আলাস্কা, গ্রিনল্যান্ড ও এলসমেয়ার এলাকায়।
হেমন্তের সকাল। চারপাশে সবুজ ধানের ক্ষেত, গাছপালা, পাখির কলতান আর দূরে নদীর ঢেউয়ের মৃদু শব্দে জড়ানো এক শান্ত গ্রাম। এই গ্রামেই থাকত দুই বন্ধু—হাবিব আর সুলতান। দুজনেই গ্রামের একমাত্র স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। বয়সে ছোট হলেও তাদের বন্ধুত্ব ছিল গভীর।