আমাদের প্রতিষ্ঠানটির নাম এসসিডি স্কুল। পুরো নাম স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটির তিনটি শাখা রয়েছে।
প্রথম এবং প্রধান শাখাটি মোহাম্মদপুরে অবস্থিত। দ্বিতীয় শাখাটি অবস্থিত শান্তিনগরে, তৃতীয় শাখা সিলেটে অবস্থিত।
আমরা দ্বিতীয় শাখা অর্থাৎ শান্তিনগর শাখায় অধ্যয়নরত। শাখাটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।
এটির তত্ত্বাবধানে রয়েছেন শায়েখ ইঞ্জিনিয়ার এনামুল হক। আমাদের প্রধান শিক্ষকের নাম এ জেড এম সোহেল। এই প্রতিষ্ঠানটিতে শিক্ষক ৩০ জন এবং ছাত্র আনুমানিক ৩৫০ জন।
আমাদের স্কুলটি সম্পূর্ণ ইসলামিক পরিবেশ পূর্ণ। এটি একটি বাংলা মিডিয়াম কারিকুলামে চলিত স্কুল। স্কুলে শিক্ষক ও ছাত্রদের মধ্যে মধুর সম্পর্ক রয়েছে।
আমাদের স্কুল থেকে প্রত্যেক বছর শিক্ষা সফরে পাঠানো হয়। শিক্ষা সফরের পাশাপাশি সেখানে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

