আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা

প্রতিনিধি, জাবি

শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘটনায় জাকসুর নিন্দা
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ওপর আদালতের স্থগিতাদেশ এবং নির্বাচন প্রক্রিয়ায় বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

বিজ্ঞাপন

সোমবার মধ্যরাতে জাকসুর সহসভাপতি আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ প্রতীক্ষিত শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে আইনি জটিলতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে। যেখানে ১৯৬ জন প্রার্থী এবং হাজার হাজার সাধারণ শিক্ষার্থী একটি উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় ছিল, সেখানে মাত্র তিনজন আবেদনকারীর রিটের পরিপ্রেক্ষিতে আদালত কর্তৃক চার সপ্তাহের স্থগিতাদেশ প্রদান অত্যন্ত দুঃখজনক।

জাকসু নেতৃবৃন্দ মনে করেন, ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের সূতিকাগার। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা একধরনের স্বৈরাচারী আচরণ এবং শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবি উপেক্ষা করার শামিল।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, জুলাই অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে কোনো পুরোনো ফ্যাসিস্ট কায়দায় শিক্ষার্থীদের অধিকার কেড়ে নেওয়া কাম্য নয়। যারা আইনি ফাঁকফোকর ব্যবহার করে বা মব সৃষ্টি করে নির্বাচন বন্ধের পায়তারা করছে, তারা মূলত সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ভয় পায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অজুহাতে শিক্ষার্থীদের মৌলিক ভোটাধিকার হরণ করা অনভিপ্রেত।

এ সময় জাকসু নেতৃবৃন্দ শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনের ওপর থেকে সব আইনি ও রাজনৈতিক প্রতিবন্ধকতা দূর করে দ্রুততম সময়ে ভোটগ্রহণের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...