আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দাউদকান্দিতে ১০ দলীয় জোটের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

দাউদকান্দিতে ১০ দলীয় জোটের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

‘চলো একসাথে গড়ি বাংলাদেশ—ঐক্যবদ্ধ বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে কুমিল্লা-১ আসন (দাউদকান্দি–মেঘনা) এলাকায় ১০ দলীয় জোটের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় দাউদকান্দি উপজেলার সানাই পার্টি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ১০ দলীয় জোটের নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দেন।

১০ দলীয় জোটের নেতারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি উত্তরণে জাতীয় ঐক্যের বিকল্প নেই। একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, সাংবাদিেরা জাতির বিবেক হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বাংলাদেশ জামায়াত ইসলামীর দাউদকান্দি উপজেলা শাখার সেক্রেটারি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এবং খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরের আমির সৈয়দ আব্দুল কাদের জামালের সভাপতিত্বে ১০ দলীয় জোটের মধ্যে আরো বক্তব্য দেন প্রধান অতিথি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মনিরুজ্জামান বাহালুল, কুমিল্লা-১ নির্বাচন কমিটির সদস্যসচিব ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, খেলাফত মজলিসের দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি এইচ এম শরিফুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাউদকান্দি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ভূঁইয়া মোহাম্মদ সানাউল্লাহ বাবুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি শাকিল আহমেদ, দাউদকান্দি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ, উপজেলা যুব বিভাগের সভাপতি রেজাউল সরকার, সেক্রেটারি তৌফিক রুবেল প্রমুখ।

মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ১০ দলীয় জোটের নেতারা এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তাদের অবস্থান তুলে ধরেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন