বন্দর থানার ওসি আফতাব আহমেদ আমার দেশকে বলেন, আটক দুজনের নাম মো. শাহাদাত ও মো. আকাশ। তারা চট্টগ্রাম শহরের বাসিন্দা। ব্যাগ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল তারা। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে ওই দুই যুবক।
গ্রেপ্তাররা হলেন- সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও মো. সালাউদ্দিন (৩৬)। তাদের মধ্যে সাইদুল চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করের অনুসারী।
মহেশখালীতে কোস্টগার্ডের বিতর্কিত অভিযান
জুলাই অভ্যুত্থানে শহীদ তানভীর ছিদ্দিকীর পরিবার ও বিএনপি সমর্থিত কয়েকটি পরিবার সংবাদ সম্মেলন ডেকে কোস্টগার্ডের অভিযানে লুটপাট ও হয়রানিরও অভিযোগ তুলে।