জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র্যাগিং বন্ধ, হয়রানি প্রতিরোধ এবং নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
নীলফামারী থেকে ফিরেছেন গণিত বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান নয়ন। তিনি বলেন, “ঈদের সময় ট্রেনের টিকিট পেতে যুদ্ধ করতে হয়। ১০ দিন আগে চেষ্টা করেও অনেক সময় টিকিট পাওয়া যায় না। কেউ দাঁড়িয়ে আসে, কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বাসে। এমনিতেই বাসভাড়া দ্বিগুণ, তবুও টিকিট মেলে না। তার উপর যানজট তো আছেই।”
ঈদের ছুটিতে যখন নিস্তব্ধ পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস, তখন এক ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বুধবার ফাঁকা ক্যাম্পাসজুড়ে ঘুরে বেড়ানো অভুক্ত ও অসহায় কুকুর-বেড়ালদের মুখে খাবার তুলে দেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্র বলছে, নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন কমিশনার চূড়ান্ত করার জন্য ঈদের পর জরুরি সিন্ডিকেট অধিবেশন আয়োজনের কথা রয়েছে। আগামী ১৬ জুন বিকেল ৫টায় সিন্ডিকেট মিটিং বসবে বলে জানিয়েছেন তারা।
ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা) কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মনোনীত হয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঝিনাইদহ-৪ আসনের সমন্বয়কদের অন্যতম সদস্য শিবলি রহমান পাভেল।
শাকিলের সহপাঠী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭-৮ মাস আগে শাকিল ফেসবুকে ইসলামিক একটি পোস্টে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে তিনি নিজেই তা মুছে ফেলেন। কিন্তু গতকাল সোমবার ওই মন্তব্য পুনরায় ফেসবুকে ভাইরাল হলে স্থানীয়রা তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন।
অভিযুক্তদের তথ্য দিতে গড়িমসি হল প্রভোস্টের
অধ্যাপক ওমর ফারুক জানান, ঘটনার ব্যাপারে তরিকুল হল প্রশাসনকে সর্বপ্রথম অবহিত করেন। এবং মুচলেকা নেয়ার পুরো সময় সেখানে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। তরিকুল আমার দেশকে বলেন, ‘‘আমি অভিযুক্ত সিয়াম আর বাবুকে চিনি না। কখনো দেখিওনি। তাদেরকে শেল্টার দিবো প্রশ্নই উঠে না। আমি এক্ষুনি হল প্রশাসনকে জেরা করব।’’
ভিন্নধর্মাবলম্বীদের জন্য খাসি জবাই
ছাত্রসংগঠনগুলোর এমন উদ্যোগের প্রশংসা করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, “ছাত্রসংগঠনগুলোর সৌহার্দ্যপূর্ণ এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে ফুলের সুগন্ধির মতো ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের কাম্য।”
অভিযুক্তদের সিট বাতিল, তদন্ত কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের একটি কক্ষে এক ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ঢাবি ছাত্রদলের একাংশ ও ঢাকা কলেজ ছাত্রদল সিন্ডিকেটের বিরুদ্ধে।
মেজবানিতে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও থাকবে। অংশ নিতে পারবেন ঢাবির সাবেক শিক্ষার্থীরাও। এই আয়োজন শুধুমাত্র কোরবানি ও খাওয়া-দাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার একটি বার্তা পৌঁছে দেবে বলেই বিশ্বাস আয়োজকদের।
দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। তাই বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে শুরু করে চায়ের দোকান, সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন জাকসু
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় মে মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু হয়েছে বৈদ্যুতিক শাটল গাড়ি। বর্তমানে বিভিন্ন রুটে ৪টি গাড়ি চলাচল করছে। সর্বনিম্ন ভাড়া ১০ এবং সর্বোচ্চ ২০ টাকা।
নতুন কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবরিনা শারমিন, অধ্যাপক ড. রইছ উদ্দিন, অধ্যাপক ড. তাজাম্মুল হক এবং অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি কার্যক্রমে ৬ষ্ঠ পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ২০০ একর জমির অবশিষ্ট অংশের অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত দুটি ভবন—বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হল থেকে বসবাসরত কর্মচারীদের ১৫ জুনের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অচিরেই ওই স্থানে শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসিক হল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।